Ajker Patrika

সাভারে পলিথিনে মোড়ানো কাটা পা উদ্ধার 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ২৮
সাভারে পলিথিনে মোড়ানো কাটা পা উদ্ধার 

সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পা উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। 
 
পুলিশ সূত্রে জানা যায়, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় সরকার মার্কেটে ঢাকামুখী লেনের পাশে ময়লার স্তূপে গোড়ালি থেকে কাটা পা দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ৯৯৯-এ কল করে খবর দিলে পুলিশ এসে কাটা পা উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেয়। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, আজ সকালে সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি পা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানায় স্থানীয়রা। পরে প্রাথমিক সুরতহালে দেখা যায় সেটি গোড়ালি থেকে কাটা। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি পুরুষের পা। 

উপপরিদর্শক আরও বলেন, আশপাশে এমন অঙ্গহানি হওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া ডিএনএ টেস্টের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ডিএনএ রিপোর্ট এলে তদন্তের কাজ শুরু করা হবে। কাটা ওই পা কার, তা এখনই বলার কোনো সুযোগ নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ