ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবের কুলিয়ারচরে ‘মোটরসাইকেল চোর সন্দেহে’ এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই তরুণের নাম রাব্বি মিয়া (১৮)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের বাজার এলাকার জামে মসজিদ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি জেলার বাজিতপুর উপজেলার দীঘিরপাড় এলাকার মিরজালি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামে মসজিদের সামনে পৌর শহরের গাইলকাটা এলাকার সারোয়ার হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল রাখা ছিল। এ সময় রাব্বি মোটরসাইকেলের কাছে আসেন এবং কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শীর সন্দেহে হলে তাকে আটকে রেখে মারধর করে। একপর্যায়ে রাব্বি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে নিহত রাব্বির বড় ভাই আল আমিনের দাবি, পাঁচ বছর ধরে রাব্বি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ছিল না।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে সে বের হয়েছিল। রাব্বি গণপিটুনির শিকার হয়ে মারা যায়। তাকে ধরে উপজেলা ভূমি অফিসের পেছনে নিয়ে দীর্ঘ সময় শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মুস্তফা সাংবাদিকদের জানান, শারীরিক নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের ভৈরবের কুলিয়ারচরে ‘মোটরসাইকেল চোর সন্দেহে’ এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই তরুণের নাম রাব্বি মিয়া (১৮)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের বাজার এলাকার জামে মসজিদ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি জেলার বাজিতপুর উপজেলার দীঘিরপাড় এলাকার মিরজালি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামে মসজিদের সামনে পৌর শহরের গাইলকাটা এলাকার সারোয়ার হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল রাখা ছিল। এ সময় রাব্বি মোটরসাইকেলের কাছে আসেন এবং কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শীর সন্দেহে হলে তাকে আটকে রেখে মারধর করে। একপর্যায়ে রাব্বি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে নিহত রাব্বির বড় ভাই আল আমিনের দাবি, পাঁচ বছর ধরে রাব্বি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ছিল না।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে সে বের হয়েছিল। রাব্বি গণপিটুনির শিকার হয়ে মারা যায়। তাকে ধরে উপজেলা ভূমি অফিসের পেছনে নিয়ে দীর্ঘ সময় শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মুস্তফা সাংবাদিকদের জানান, শারীরিক নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে