নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চুরি হওয়া গরু রাজধানীতে উদ্ধারের পর প্রকৃত মালিক না পাওয়ায় পাঁচটি গরু নিলামে বিক্রি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার সিএমএম কোর্টে উন্মুক্ত নিলামে গরুগুলো বিক্রি করা হয়। এই টাকা সরকারি কোষাগারে জমা হবে।
এ সময়ে গরু চুরি ও পরিবহনের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—জাকির হোসেন (৪২), মো. বিল্লাল মিয়া (৩৮), ইউসুফ (৩২), মো. রিপন (২২), রজব আলী (২৭)। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী থানার নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি করে আনা আরও পাঁচটি গরু উদ্ধার করা হয়।
সেই সঙ্গে এই ঘটনায় চক্রের প্রধান মো. সোহেল (৩০), মো. আলামিন (৪৫) ও মো. আলমগীর ওরফে মামুন (৩৫) পালিয়ে যায়।
এ সব তথ্য নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের জিআর শাখার উপপরিদর্শক (এসআই) আল মামুন। উপপরিদর্শক (এসআই) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘রাজধানীর গাবতলী থেকে একটি ও কদমতলী থেকে চারটি গরু উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। পরে আজ বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে মোট ৩৫ জন অংশ নেন। আইন অনুযায়ী পাঁচটি গরু সর্বোচ্চ দাম চার লাখ ১১ হাজার টাকায় বিক্রি হয়। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত করে যা আসে, সেই দামে আদালত অংশগ্রহণকারীদের হাতে গরুগুলো তুলে দেন।’
পুলিশ বলছে, রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার গাবতলি এলাকা ও পুরান ঢাকার কদমতলীর থানা নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি করে বিক্রির জন্য আনা ছয়টি গরু উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। গত ১২ মে পৃথক অভিযানে গরুগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া গরুগুলোর একটির মালিক পাওয়া যায়, বাকিগুলোর মালিকানা না পাওয়ায় আদালতে হাজির করে পুলিশ। এই ঘটনায় আছির উদ্দিন নামের এক গরু ব্যবসায়ী বাদী হয়ে দারুস সালাম থানায় একটি মামলা করেন।
এ দিকে মামলা সূত্রে জানা গেছে, মে মাসের ১১ তারিখ বাদী আছির উদ্দিন ও তাঁর অংশীদারি ব্যবসায়ী সিরাজগঞ্জের সদর থানার কালিয়া কান্দাপাড়া গরুর হাট থেকে একটি গরু কেনেন। গরু কেনা শেষে চা খেতে গেলে গরুটি চুরি হয়ে যায়। পরবর্তীতে ঢাকা আনার পথে গাবতলী এলাকায় গোয়েন্দা পুলিশের সহযোগিতায় গরুটি উদ্ধার করেন তিনি।
চুরি হওয়া গরুগুলো কোথায় যায়
জিজ্ঞাসাবাদে আসামিরা গোয়েন্দা পুলিশকে জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মান্দারপাড়া এলাকার আম্বর আলীর ছেলে মো. সোহেল এই চক্রের প্রধান। চক্রের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে এনে তাঁর কাছে বিক্রি করে। এ ছাড়া প্রথমে ঢাকার গরু এনে কদমতলীর নুরপুর এলাকার কসাই মো. মামুন ওরফে আলমগীরের কাছে রাখা হয়। সেখান থেকে গরুগুলো হাত বদল হয়। গত মেয়ে মাসের ১ থেকে ১২ তারিখের মধ্যে এই চক্রটি অন্তত ১০টি গরু চুরি করেছিল বলে জানায়।
বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চুরি হওয়া গরু রাজধানীতে উদ্ধারের পর প্রকৃত মালিক না পাওয়ায় পাঁচটি গরু নিলামে বিক্রি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার সিএমএম কোর্টে উন্মুক্ত নিলামে গরুগুলো বিক্রি করা হয়। এই টাকা সরকারি কোষাগারে জমা হবে।
এ সময়ে গরু চুরি ও পরিবহনের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—জাকির হোসেন (৪২), মো. বিল্লাল মিয়া (৩৮), ইউসুফ (৩২), মো. রিপন (২২), রজব আলী (২৭)। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী থানার নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি করে আনা আরও পাঁচটি গরু উদ্ধার করা হয়।
সেই সঙ্গে এই ঘটনায় চক্রের প্রধান মো. সোহেল (৩০), মো. আলামিন (৪৫) ও মো. আলমগীর ওরফে মামুন (৩৫) পালিয়ে যায়।
এ সব তথ্য নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের জিআর শাখার উপপরিদর্শক (এসআই) আল মামুন। উপপরিদর্শক (এসআই) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘রাজধানীর গাবতলী থেকে একটি ও কদমতলী থেকে চারটি গরু উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। পরে আজ বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে মোট ৩৫ জন অংশ নেন। আইন অনুযায়ী পাঁচটি গরু সর্বোচ্চ দাম চার লাখ ১১ হাজার টাকায় বিক্রি হয়। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত করে যা আসে, সেই দামে আদালত অংশগ্রহণকারীদের হাতে গরুগুলো তুলে দেন।’
পুলিশ বলছে, রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার গাবতলি এলাকা ও পুরান ঢাকার কদমতলীর থানা নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি করে বিক্রির জন্য আনা ছয়টি গরু উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। গত ১২ মে পৃথক অভিযানে গরুগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া গরুগুলোর একটির মালিক পাওয়া যায়, বাকিগুলোর মালিকানা না পাওয়ায় আদালতে হাজির করে পুলিশ। এই ঘটনায় আছির উদ্দিন নামের এক গরু ব্যবসায়ী বাদী হয়ে দারুস সালাম থানায় একটি মামলা করেন।
এ দিকে মামলা সূত্রে জানা গেছে, মে মাসের ১১ তারিখ বাদী আছির উদ্দিন ও তাঁর অংশীদারি ব্যবসায়ী সিরাজগঞ্জের সদর থানার কালিয়া কান্দাপাড়া গরুর হাট থেকে একটি গরু কেনেন। গরু কেনা শেষে চা খেতে গেলে গরুটি চুরি হয়ে যায়। পরবর্তীতে ঢাকা আনার পথে গাবতলী এলাকায় গোয়েন্দা পুলিশের সহযোগিতায় গরুটি উদ্ধার করেন তিনি।
চুরি হওয়া গরুগুলো কোথায় যায়
জিজ্ঞাসাবাদে আসামিরা গোয়েন্দা পুলিশকে জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মান্দারপাড়া এলাকার আম্বর আলীর ছেলে মো. সোহেল এই চক্রের প্রধান। চক্রের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে এনে তাঁর কাছে বিক্রি করে। এ ছাড়া প্রথমে ঢাকার গরু এনে কদমতলীর নুরপুর এলাকার কসাই মো. মামুন ওরফে আলমগীরের কাছে রাখা হয়। সেখান থেকে গরুগুলো হাত বদল হয়। গত মেয়ে মাসের ১ থেকে ১২ তারিখের মধ্যে এই চক্রটি অন্তত ১০টি গরু চুরি করেছিল বলে জানায়।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১১ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৪ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫