Ajker Patrika

আসা-যাওয়ার মাঝে রাজধানীবাসী

  • যাঁরা ঈদের আগেই গিয়েছিলেন তাঁদের কেউ কেউ এরই মধ্যে ফিরতে শুরু করেছেন ঢাকায়।
  • প্রতিদিন সকাল থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত ৫১টি ট্রেন আসা-যাওয়া করছে ঈদে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল ফিতরে এবার সরকারি ৯ দিনের ছুটির এখনো বাকি দুই দিন। তবে আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে এরই মধ্যে অনেকেই ফিরতে শুরু করেছে রাজধানীতে। আবার অনেকে এখনো যাচ্ছে গ্রামের বাড়িতে। ছবি: আজকের পত্রিকা
ঈদুল ফিতরে এবার সরকারি ৯ দিনের ছুটির এখনো বাকি দুই দিন। তবে আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে এরই মধ্যে অনেকেই ফিরতে শুরু করেছে রাজধানীতে। আবার অনেকে এখনো যাচ্ছে গ্রামের বাড়িতে। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ছুটি এবারের ঈদে। ঈদের আগেও যেমন ছিল, পরেও রয়েছে ছুটি। রাজধানীবাসী তাই ঈদের ছুটি দুই ভাগে ভাগ করে নিয়েছেন। কেউ ঈদের আগে গেছেন গ্রামের বাড়ি, কেউ যাচ্ছেন এখনো।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বৃহস্পতিবার তাই ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীও দেখা গেল বেশ। আর যাঁরা ঈদের আগেই গিয়েছিলেন তাঁদের কেউ কেউ এরই মধ্যে ফিরতে শুরু করেছেন ঢাকায়। ছুটি বাকি এখনো দুদিন। গাঘেঁষা ভিড়ের শহর ঢাকা এখনো তাই ফাঁকা।

ছোট ছেলে মুনতাসিরকে নিয়ে কমলাপুর রেলস্টেশন থেকে বের হচ্ছিলেন নূরজাহান আশরাফী। বেসরকারি চাকরিজীবী তিনি। ঈদের আগে ছুটি নেওয়ায় আজ শুক্রবার থেকেই তাঁর অফিস শুরু হবে। তিনি বললেন, ‘অনলাইন কার্যক্রম আমাদের। ২৪ ঘণ্টা সার্ভিস দিতে হয়। তাই অফিসের সবাই ছুটি পায়নি। আমি আগে ছুটি পেয়েছি। তাই ঈদ শেষ করেই ঢাকায় ফিরতে হলো।’

অনেকের হাতে ছুটি থাকলেও সন্তানের পড়াশোনার জন্যও ফিরছেন ঢাকায়। চাকরিজীবী জামশেদ হোসেন তেমন একজন। তিনি বললেন, ‘ঈদের ছুটি এখনো শেষ হয়নি। তারপরও ঢাকায় ফিরতে হলো। বাচ্চাদের পড়াশোনায় বিরতি হয়ে যাবে। আগামী সপ্তাহে ওদের স্কুল খুলবে। তাই আর দেরি করলাম না।’

আবার ব্যবসায়ী ইয়ার খান পরিবারের সদস্যদের পাঠাচ্ছেন গ্রামের বাড়ি। তিনি বললেন, ‘আমি যাচ্ছি না। বাচ্চা ও স্ত্রীকে গ্রামের বাড়ি পাঠাচ্ছি। দাদুর সঙ্গে দেখা করতে যাবে ওরা। ওদের পড়াশোনার ব্যাপার ছিল। তাই আগে পাঠাইনি। এখন একটা গ্যাপ পেলাম। ছুটিও আছে। তাই পাঠাচ্ছি।’

ছুটি বেশি হওয়ায় ঘুরতে যাওয়া কিংবা বিয়ের দাওয়াতেও যাচ্ছেন অনেকে। চাকরিজীবী দাউদ আর রহমান পরিবারসহ যাচ্ছেন চট্টগ্রামে আত্মীয়ের বিয়েতে। জানালেন, এবার ছুটি ঈদের আগেও আছে, আবার পরেও আছে। তাই যেকোনো সময় যাওয়ার সুযোগ থাকছে। তাড়াহুড়ো নেই।

ঈদ উপলক্ষে নিরাপত্তা ও যাত্রীসেবায় নানা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, অর্থাৎ আরএনবি কন্ট্রোলরুম, রেলওয়ে পুলিশ কন্ট্রোলরুম, র‍্যাব-৩ কন্ট্রোলরুম। এ ছাড়া লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেলপ ডেস্ক করা হয়েছে যাত্রীসেবায়।

স্টেশনের তথ্যকেন্দ্র থেকে তথ্য সরবরাহকারী মোহাম্মদ আলী জানান, প্রতিদিন সকাল থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত ৫১টি ট্রেন আসা-যাওয়া করছে ঈদে। শুক্রবার থেকে যাত্রী আসার চাপ বেশি হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ের কর্মকর্তা বলেন, ‘দেখুন, এখনো মানুষ ঢাকা ছাড়ছে। ঈদের ছুটি শেষ হতে আরও দুদিন বাকি। এখনো ঢাকা ফেরার চাপ পড়েনি। তবে শেষ দিন শনিবার বেশ চাপ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত