Ajker Patrika

ডেমরায় অপহৃত কিশোরী কুমিল্লায় উদ্ধার, গ্রেপ্তার টিকটকার কারাগারে

শ্যামপুর–কদমতলী (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২০: ৫৪
ডেমরায় অপহৃত কিশোরী কুমিল্লায় উদ্ধার, গ্রেপ্তার টিকটকার কারাগারে

রাজধানীর ডেমরায় ১৫ বছর বয়সী ১০ম শ্রেণির এক ছাত্রীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণকারী টিকটকার ইয়াছিন আরাফাত তন্ময়কে (২২) গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার দেবিদ্বার থানা এলাকা থেকে তন্ময়কে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে তন্ময়কে আদালতে পাঠানো হয়। বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে অপহৃতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ। 

এ বিষয়ে অপহৃতের মা ২ মার্চ রাতে ডেমরা থানায় মামলা করেন। আসামি তন্ময় কুমিল্লার দেবিদ্বার থানার সুবিল গ্রামের স্বপন মিয়ার ছেলে। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, অপহৃত ছাত্রীর সঙ্গে তন্ময়ের পরিচয় হয় ৭/৮ মাস আগে। টিকটকের মাধ্যমে পরিচয় হয় তাদের। একপর্যায়ে তন্ময় মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হওয়ায় তন্ময় তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি পরিবার জানলে মেয়েটির মা মোবাইল ফোনে তন্ময়কে উত্ত্যক্ত করতে নিষেধ করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে ওই কিশোরী ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার বাসার নিচে দোকানে কিছু কিনতে গেলে তন্ময় পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করেন বলে অভিযোগ করেছে পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত