নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও ছয়টি হত্যা মামলায় ও শহিদুল হককে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ ভিন্ন ভিন্ন আদেশে দুইজনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে দুইজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত নির্দেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে উত্তরা পূর্ব থানার পাঁচটি হত্যা মামলায় এবং উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উত্তরা পূর্ব থানার মো. জসিম হত্যা মামলা, রড সিমেন্টের দোকান কর্মচারী আব্দুল কাদির হত্যা মামলা, আনোয়ার হোসেন হত্যা মামলা, জাবির ইব্রাহিম হত্যা মামলা ও মামুনুল হাসান রিজভী হত্যা মামলা এবং উত্তরা পশ্চিম থানার ওমর নুরুল আফসার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদির দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১২ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। ওই দিন খিলগাঁও থানার দুটি ও ভাটারা থানার দুটি হত্যা মামলা অর্থাৎ চারটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে সাবেক আইজিপি শহিদুল হককে উত্তরা পশ্চিম থানায় গত ১৯ আগস্ট দায়ের হওয়া আইনজীবী সোহেল রানাকে অপহরণের পর গুম করার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শহিদুল হককে গত ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষে শহীদুল্লাহকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার দেখানোর প্রতিটি আবেদনে ভিন্ন ভিন্ন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহিদুল হক এই মামলাগুলোতে জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও ছয়টি হত্যা মামলায় ও শহিদুল হককে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ ভিন্ন ভিন্ন আদেশে দুইজনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে দুইজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত নির্দেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে উত্তরা পূর্ব থানার পাঁচটি হত্যা মামলায় এবং উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উত্তরা পূর্ব থানার মো. জসিম হত্যা মামলা, রড সিমেন্টের দোকান কর্মচারী আব্দুল কাদির হত্যা মামলা, আনোয়ার হোসেন হত্যা মামলা, জাবির ইব্রাহিম হত্যা মামলা ও মামুনুল হাসান রিজভী হত্যা মামলা এবং উত্তরা পশ্চিম থানার ওমর নুরুল আফসার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদির দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১২ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। ওই দিন খিলগাঁও থানার দুটি ও ভাটারা থানার দুটি হত্যা মামলা অর্থাৎ চারটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে সাবেক আইজিপি শহিদুল হককে উত্তরা পশ্চিম থানায় গত ১৯ আগস্ট দায়ের হওয়া আইনজীবী সোহেল রানাকে অপহরণের পর গুম করার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শহিদুল হককে গত ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষে শহীদুল্লাহকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার দেখানোর প্রতিটি আবেদনে ভিন্ন ভিন্ন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহিদুল হক এই মামলাগুলোতে জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪