নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফগলাইটের পরিবর্তে সার্চলাইট সরবরাহ করে ৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পেলেন না মেসার্স জনি করপোরেশনের ওমর আলী।
বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ আজ মঙ্গলবার তাঁর জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।
জানা যায়, ফগলাইটের পরিবর্তে সার্চলাইট সরবরাহ করে ৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ৫ জানুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ওমর আলী ছাড়াও বিআইডব্লিউটিসির ক্যাপ্টেন শওকত সরদার, ডা. জ্ঞান রঞ্জন শীল, পঙ্কজ কুমর পাল, নুরুল হুদা, ইঞ্জিনিয়ার মো. রহমত উল্লাহ ও ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিনকে আসামি করা হয়।
ওই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলেন ওমর আলী। তবে তা নাকচ করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করলে গত ১২ এপ্রিল তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন ওমর আলী।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন ফকির। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন শাহীন আহমেদ।
শাহীন বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সঙ্গে মেসার্স জনি করপোরেশনের চুক্তি ছিল ফগলাইট সরবরাহের। কিন্তু তারা প্রতারণা করে সার্চলাইট সরবরাহ করে। যার ফলে ওই মামলা করে দুদক।’
ফগলাইটের পরিবর্তে সার্চলাইট সরবরাহ করে ৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পেলেন না মেসার্স জনি করপোরেশনের ওমর আলী।
বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ আজ মঙ্গলবার তাঁর জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।
জানা যায়, ফগলাইটের পরিবর্তে সার্চলাইট সরবরাহ করে ৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ৫ জানুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ওমর আলী ছাড়াও বিআইডব্লিউটিসির ক্যাপ্টেন শওকত সরদার, ডা. জ্ঞান রঞ্জন শীল, পঙ্কজ কুমর পাল, নুরুল হুদা, ইঞ্জিনিয়ার মো. রহমত উল্লাহ ও ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিনকে আসামি করা হয়।
ওই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলেন ওমর আলী। তবে তা নাকচ করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করলে গত ১২ এপ্রিল তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন ওমর আলী।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন ফকির। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন শাহীন আহমেদ।
শাহীন বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সঙ্গে মেসার্স জনি করপোরেশনের চুক্তি ছিল ফগলাইট সরবরাহের। কিন্তু তারা প্রতারণা করে সার্চলাইট সরবরাহ করে। যার ফলে ওই মামলা করে দুদক।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে