র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে আহত ২৩ মামলার’ আসামি সিটি শাহীনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৮: ৫৯
Thumbnail image

নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যার বিরুদ্ধে মাদকের কারবারসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা আছে বলে দাবি করেছে র‌্যাব। 

আজ বৃহস্পতিবার দুপুরে রুপগঞ্জ উপজেলারর চোনপাড়া বস্তিতে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সিটি’ শাহীন নামের ওই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাবের মুখপাত্র বলেন, ‘শাহীন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে শাহীনের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-১ বৃহস্পতিবার দুপুরে চনপাড়া বস্তিতে অভিযান চালায়। এ সময় র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে শাহীন। র‍্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তিনি পায়ে গুলিবিদ্ধ হন।

‘শাহীন পায়ে গুলিবিদ্ধ হলে তাঁকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে মরদেহ নেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত