পাসপোর্ট আটকে চাঁদা দাবি, কাস্টমসের সিপাহি হাতেনাতে ধরা

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২: ৫০
Thumbnail image

বিদেশ থেকে আগত যাত্রীর পাসপোর্ট আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় ঢাকা কাস্টম হাউসের সিপাহি আছাদুল্লাহ্ হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়। ওই সময় তিনি এক যাত্রীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা নিচ্ছিলেন। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা করেছেন দুবাইফেরত সজীব আহমেদ।

জানা গেছে, ২৫ ডিসেম্বর দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সজীব আহমেদ (২৮)। সঙ্গে পাঁচটি মোবাইল ফোন এনেছিলেন। ফোনগুলোর জন্য বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তারা শুল্ক দিতে বলেন। যাত্রী সজীব আহমেদ ৭৯ হাজার ১৫২ টাকা শুল্ক দেন। কিন্তু ভুলবশত পাসপোর্টটি কাস্টমস এলাকায় ফেলে চলে আসেন। বাসায় ফেরার পর তাঁর মোবাইল ফোনে ভারতীয় একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। পাসপোর্টটি ফেরত দিতে এক লাখ টাকা চাঁদা দাবি করেন কাস্টমসের সিপাহি আছাদুল্লাহ্ হাবিব (৩০)। টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করেন আর্মড পুলিশ সদস্যরা।

মামলার এজাহারে বলা হয়েছে, যাত্রী সজীব আহমেদের মোবাইল ফোনে ভারতীয় নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়, ‘আপনার পাসপোর্টটি আমার কাছে আছে।’ এক লাখ টাকা না দিলে পাসপোর্টটি নষ্ট করে ফেলার হুমকি দেওয়া হয়। আতঙ্কে এক লাখ টাকা দিতে রাজি হন সজীব। তাঁকে টাকা নিয়ে দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটি পয়সা বাজারে যেতে বলা হয়।

এজাহারে বলা আরও হয়েছে, এ ঘটনার বিষয়ে সজীব আর্মড পুলিশ ব্যাটালিয়নকে লিখিত অভিযোগ দেন। ২৬ ডিসেম্বর বিকেলে সজীবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে বিমানবন্দর আর্মড পুলিশ। দক্ষিণখান থানা এলাকার আশিয়ান সিটি পয়সা বাজার এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। সজীব আহমেদ সঙ্গে দেখা করতে আসেন এক ব্যক্তি। সেই ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখাতে থাকেন। তাঁকে এক লাখ টাকা দেওয়ার সময় হাতেনাতে ধরেন বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদ করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওই ব্যক্তি ঢাকা কাস্টম হাউসের সিপাহি আছাদুল্লাহ্ হাবিব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত।

ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন যাত্রীর পাসপোর্ট আটকে রেখে কাস্টমের একজন সিপাহি এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। পরে সেই টাকা নেওয়ার সময় বিমানবন্দর এপিবিএন তাকে হাতেনাতে আটক করে দক্ষিণখান থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন।’

তিনি বলেন, ‘মামলার পর বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত