সাভারে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২৪
Thumbnail image

সাভারের হেমায়েতপুরে সন্ত্রাসী হামলায় আহত পরিবহন ব্যবসায়ী মো. সাহাবুদ্দিন মারা গেছেন। আজ বুধবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হেমায়েতপুর এলাকায় তাঁকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সন্ত্রাসীরা।

নিহতের পরিবার জানায়, সাভারের হেমায়েতপুরের বাসিন্দা নিহত সাহাবুদ্দিন (৪০) একজন পরিবহন ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ব্যবসাসংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় রকিবুল ইসলাম ওরফে ফয়সাল (২৮), তাঁর বাবা কিয়াম উদ্দিন (৬০), শহিদুল্লাহ (৩০) ও জাহাঙ্গীর হোসেনের (৩৫) সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময়ে তাঁরা সাহাবুদ্দিনের নামে কিশোরগঞ্জ সদর ও আশুলিয়া থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল বলে অভিযোগ পরিবারের। এসব মামলায় নির্দোষ প্রমাণিত হন সাহাবুদ্দিন। এতে তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন ফয়সালসহ অন্যরা।

গত শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে সাহাবুদ্দিনের ও পর হামলা চালান। এতে তিনি মাথায় ও হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসা মোসলেম উদ্দিন মুসা এবং মো. শাহিনের ওপরেও হামলা চালান তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মোসলেম ও শাহিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যান সাহাবুদ্দিন। 

পুলিশ জানায়, ঘটনার রাতেই সাহাবুদ্দিনের স্ত্রী পিয়ারমন সাভার মডেল থানায় রকিবুল ইসলাম ওরফে ফয়সাল, তাঁর বাবা কিয়াম উদ্দিন, শহিদুল্লাহ ও জাহাঙ্গীর হোসেনের নাম উল্লেখ করে মামলা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, সাহাবুদ্দিনের ওপর হামলার ঘটনায় ওই রাতেই তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত