Ajker Patrika

পাঁচ সংস্থার ছায়া তদন্তেও সূত্র মিলছে না খুনের

নিজস্ব প্রতিবেদক
পাঁচ সংস্থার ছায়া তদন্তেও সূত্র মিলছে না খুনের

ঢাকা: রাজধানীর কলাবাগানে চিকিৎসক কাজী সাবেরা রহমান লিপিকে (৪৭) খুনের রহস্য উদ্ঘাটনে কোনো কুলকিনারা করতে পারছেন না তদন্ত কর্মকর্তারা। নিহত ও সন্দেহভাজনদের কললিস্ট বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে সম্পর্কের টানাপোড়েন ও অর্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে পুলিশ। 

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, থানা-পুলিশ ছাড়াও ডিবি, র‍্যাব, সিআইডি ও পিবিআই চিকিৎসক খুনের মামলার ছায়াতদন্ত করছে। আমরা বিভিন্ন তদন্ত সংস্থার সঙ্গে তথ্য শেয়ার করছি। তবে খুনটা কেন করেছে এবং কারা করেছে সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। এখন পর্যন্ত বলার মতো তেমন অগ্রগতিও নেই। ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছি। 

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, প্রযুক্তিগত তদন্তের পাশাপাশি আর সোর্স ভিত্তিক তদন্ত করছি। সম্পর্কের টানাপোড়েন ও অর্থ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখছি। তবে কোনো সিদ্ধান্তে আসার মতো অগ্রগতি এখনো হয়নি। 

পুলিশের তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, খুনের ধরন দেখেও মনে হচ্ছিল অপেশাদার। কিন্তু এখন দেখা যাচ্ছে, পরিকল্পনা করে খুনের সব আলামত লুকিয়ে ফেলা হয়েছিল। প্রথমদিকে আমরা ধরেই নিয়েছিলাম বাসার সাবলেট ভাড়াটিয়া কানিজ সুবর্ণা খুনের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু সুবর্ণা ও তাঁর ছেলেবন্ধু মাহাথির মোহাম্মদ স্পন্দন, বাসার দারোয়ান রমজানকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে তাঁদের অভিযুক্ত করার মতো তথ্য পাওয়া যায়নি। এখন ভরসা নিহত ও সন্দেহভাজনদের ফোন কল বিশ্লেষণ ও ফরেনসিক রিপোর্ট। 

ডিএমপির নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেনশাহ আজকের পত্রিকাকে বলেন, বাসায় চারজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। ছাপগুলো মিলিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত খুনের কারণ ও খুনি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত