Ajker Patrika

মাদারীপুরে বিদ্যালয়ের ল্যাবের ১২টি ল্যাপটপ চুরি

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে বিদ্যালয়ের ল্যাবের ১২টি ল্যাপটপ চুরি

মাদারীপুরের কালকিনির একটি বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সমিতিরহাট এলাকার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই স্কুলের ডিজিটাল ল্যাবে ল্যাপটপগুলো ছিল। ল্যাবের তালা দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে স্টিলের আলমারির মধ্যে চাবি রাখা ছিল। এর পাশের রুমে নৈশ প্রহরী আ. মান্নান রাতে ঘুমিয়েছিলেন। সোমবার দিবাগত রাতে প্রথমে চোর ল্যাপটপ রাখার রুমের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে ১২টি ল্যাপটপ নিয়ে যায়।

বিদ্যালয়ে চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল হক বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরি হয়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত যেন চোর শনাক্ত করে আমাদের ল্যাপটপ উদ্ধার করে দেয়।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ল্যাপটপ চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। আমরা চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত