Ajker Patrika

ইটভাটার পাশে মিলল ‘মাদক কারবারির’ লাশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
জামাল হোসেন। ছবি: সংগৃহীত
জামাল হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্তে ইটভাটার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত যুবকের নাম জামাল হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জামাল মাদক কারবারি ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

পুলিশ আজ সোমবার দুপুরে জামালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের একটি ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করে। লাশের পাশে একটি মোটরসাইকেল, স্যান্ডেল ও কয়েকটি গাছের ডাল পড়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, জামাল ও তাঁর সহযোগী জাহিদ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা শার্শা ও বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন কারবারির কাছে মাদক পৌঁছে দেওয়ার কাজ করতেন। রোববার রাতে জামালের সঙ্গে জাহিদকে দেখা গেছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, জাহিদকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত