Ajker Patrika

টেলিটকের তারেককে ধরতে রেড নোটিশ জারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেলিটকের তারেককে ধরতে রেড নোটিশ জারির নির্দেশ

টেলিটকের সাবেক সহকারী ব্যবস্থাপক এসএম তারেক রহমানকে আটক করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এ মামলার আসামি আবুল কালামের বিরুদ্ধে আপিল শুনানিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ নির্দেশ দেন। 

স্বরাষ্ট্রসচিব ও পুলিশ মহাপরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আগামী ১৬ অক্টোবর আদালতকে এ বিষয়ে জানাতে বলা হয়েছে। 

জানা যায়, এসএম তারেক ও আবুল কালাম টেলিটকে থাকাকালে ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত টেলিটকের সিম ম্যানিপুলেট (উদ্দেশ্য সাধনে অপব্যবহার) করে মিনিট বিক্রির ৯ দশমিক ৭৪ কোটি আত্মসাৎ করেন। পরে কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান বাদী হয়ে ২০১১ সালের ১২ অক্টোবর গুলশান থানায় মামলা করেন। 

বিচার শেষে ২০১৯ সালের ৬ মে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আসামি এসএম তারেক রহমানকে পাঁচ বছর সাজা ও ৩ কোটি টাকা জরিমানা এবং সাবেক সহকারী ব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) মো. সাবিবুর রহমানকে এক বছরের সাজা ও ১ কোটি টাকা জরিমানা করেন। আসামি আবুল কালামকে খালাস দেন।

পরবর্তীতে কালামের খালাসের বিরুদ্ধে আপিল করে দুদক। পাশাপাশি দণ্ডিত সাবিবুরও আপিল করেন। ওই আপিল শুনানিতে কানাডায় থাকা পলাতক এসএম তারেক রহমানকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত