নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শাহজাহানপুরে যুবলীগের কর্মী অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম জানা যায়নি। তবে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, তাঁদের মধ্যে দুজন সেদিন রুবেলের মাথায়, পায়ে ও হাতে উপর্যুপরি দায়ের কোপ দিয়ে হত্যা করেন।
এখন পর্যন্ত এ খুনের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ও দীর্ঘদিনের আর্থিক বিরোধের বিষয় উঠে এসেছে। তবে স্বজনেরা মনে করছেন, আর্থিক বিরোধের পাশাপাশি রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলেছে, রোববার (২৩ জুলাই) দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে শনিবার (২২ জুলাই) পুলিশ জানিয়েছে, রুবেল হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়েছে। তাঁদের নজরদারিতে রাখা আছে। যে কোনো সময় গ্রেপ্তার করা হবে।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপি ডিবি পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘যুবলীগ নেতা হত্যার ঘটনায় যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা হত্যা করে পালিয়েছে তাদের নাম, নম্বর আমরা পেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করব।’
খোঁজ নিয়ে জানা যায়, রুবেল যুবলীগের রাজনীতিতে আসার আগে শাহজাহানপুর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। তবে যুবলীগের কোনো পদে ছিলেন না। এলাকায় তাঁর ইন্টারনেটের ব্যবসা ছিল। এ ছাড়া তেজগাঁও থেকে ডিম এনে শান্তিনগর, সিদ্ধেশ্বরী এলাকায় সরবরাহ করতেন। স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য।
আওয়ামী লীগের নেতা টিপু হত্যার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘দুটি ঘটনাই শাহজাহানপুর এলাকায়। আমরা যাদের নাম পেয়েছি, তাদের গ্রেপ্তারের পরে বোঝা যাবে দুই ঘটনার মিল আছে কি না।’
তবে নিহত ব্যক্তির ভগ্নিপতি মামুন আহমেদ সিদ্দিকী শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে ব্যবসায়িক দ্বন্দ্ব মনে হলেও এখন মনে হচ্ছে এই খুনের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। কারণ, রুবেল শাহজাহানপুর ১২ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাই কেউ তাঁকে সরিয়ে দিতে এই হত্যা করে থাকতে পারেন। তবে এখনো কোনো বিষয়ই নিশ্চিত না।’
গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে গুলবাগের জোয়ারদার লেন এলাকায় রাত ১টার দিকে অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তাঁর স্ত্রী তানজিনা দেওয়ান শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রুবেলের বাসা রাজারবাগের জোয়ারদার লেন এলাকায়। রাতে রাজারবাগ এলাকা থেকে বাসায় ফিরছিলেন। বাসার কাছেই তিন-চারজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর শাহজাহানপুরে যুবলীগের কর্মী অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম জানা যায়নি। তবে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, তাঁদের মধ্যে দুজন সেদিন রুবেলের মাথায়, পায়ে ও হাতে উপর্যুপরি দায়ের কোপ দিয়ে হত্যা করেন।
এখন পর্যন্ত এ খুনের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ও দীর্ঘদিনের আর্থিক বিরোধের বিষয় উঠে এসেছে। তবে স্বজনেরা মনে করছেন, আর্থিক বিরোধের পাশাপাশি রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলেছে, রোববার (২৩ জুলাই) দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে শনিবার (২২ জুলাই) পুলিশ জানিয়েছে, রুবেল হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়েছে। তাঁদের নজরদারিতে রাখা আছে। যে কোনো সময় গ্রেপ্তার করা হবে।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপি ডিবি পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘যুবলীগ নেতা হত্যার ঘটনায় যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা হত্যা করে পালিয়েছে তাদের নাম, নম্বর আমরা পেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করব।’
খোঁজ নিয়ে জানা যায়, রুবেল যুবলীগের রাজনীতিতে আসার আগে শাহজাহানপুর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। তবে যুবলীগের কোনো পদে ছিলেন না। এলাকায় তাঁর ইন্টারনেটের ব্যবসা ছিল। এ ছাড়া তেজগাঁও থেকে ডিম এনে শান্তিনগর, সিদ্ধেশ্বরী এলাকায় সরবরাহ করতেন। স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য।
আওয়ামী লীগের নেতা টিপু হত্যার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘দুটি ঘটনাই শাহজাহানপুর এলাকায়। আমরা যাদের নাম পেয়েছি, তাদের গ্রেপ্তারের পরে বোঝা যাবে দুই ঘটনার মিল আছে কি না।’
তবে নিহত ব্যক্তির ভগ্নিপতি মামুন আহমেদ সিদ্দিকী শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে ব্যবসায়িক দ্বন্দ্ব মনে হলেও এখন মনে হচ্ছে এই খুনের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। কারণ, রুবেল শাহজাহানপুর ১২ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাই কেউ তাঁকে সরিয়ে দিতে এই হত্যা করে থাকতে পারেন। তবে এখনো কোনো বিষয়ই নিশ্চিত না।’
গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে গুলবাগের জোয়ারদার লেন এলাকায় রাত ১টার দিকে অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তাঁর স্ত্রী তানজিনা দেওয়ান শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রুবেলের বাসা রাজারবাগের জোয়ারদার লেন এলাকায়। রাতে রাজারবাগ এলাকা থেকে বাসায় ফিরছিলেন। বাসার কাছেই তিন-চারজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে