নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলচ্চিত্র অভিনেত্রী সিমন হাসান একা গৃহকর্মী হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ তাঁকে জামিন দেন।
ঢাকার আদালতে হাতিরঝিল থানা সরকারি নিবন্ধন কর্মকর্তা এএসআই তোজাম্মেল হোসেন একার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এই জামিন আদেশের পর কারাগার থেকে মুক্তি পেতে আর কোন বাধা থাকল না একার।
গত ১০ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মহানগর হাকিম আতিকুল ইসলাম চিত্রনায়িকা একাকে জামিন দেন। গত ৩১ জুলাই রাতে রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এবং মাদক রাখার দায়ে একার নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
হাজেরা নামে এক নারী একার বাসায় কাজ করতেন। একা ওই নারীকে বাড়তি কাজ করতে বললে তিনি রাজি হননি। এর ফলে গত ৩০ জুলাই ওই গৃহকর্মীকে বাসা থেকে বের করে দেন একা। একপর্যায়ে আর ওই বাসায় কাজ করবেন না মনস্থির করেই পরের দিন বেতন চাইতে যান গৃহকর্মী হাজেরা। এতেই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন নায়িকা একা।
মারধরে গৃহকর্মীর চিৎকারে আশ-পাশের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে একা বাসার ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এরপর একাকে আটক করে পুলিশ। আটকের সময় তাঁর বাসা থেকে অর্ধেক বোতল কেরু অ্যান্ড কোম্পানির বাংলা মদ, ৫০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে হত্যাচেষ্টা ও নির্যাতনের একটি মামলা দায়ের করেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
চলচ্চিত্র অভিনেত্রী সিমন হাসান একা গৃহকর্মী হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ তাঁকে জামিন দেন।
ঢাকার আদালতে হাতিরঝিল থানা সরকারি নিবন্ধন কর্মকর্তা এএসআই তোজাম্মেল হোসেন একার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এই জামিন আদেশের পর কারাগার থেকে মুক্তি পেতে আর কোন বাধা থাকল না একার।
গত ১০ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মহানগর হাকিম আতিকুল ইসলাম চিত্রনায়িকা একাকে জামিন দেন। গত ৩১ জুলাই রাতে রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এবং মাদক রাখার দায়ে একার নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
হাজেরা নামে এক নারী একার বাসায় কাজ করতেন। একা ওই নারীকে বাড়তি কাজ করতে বললে তিনি রাজি হননি। এর ফলে গত ৩০ জুলাই ওই গৃহকর্মীকে বাসা থেকে বের করে দেন একা। একপর্যায়ে আর ওই বাসায় কাজ করবেন না মনস্থির করেই পরের দিন বেতন চাইতে যান গৃহকর্মী হাজেরা। এতেই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন নায়িকা একা।
মারধরে গৃহকর্মীর চিৎকারে আশ-পাশের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে একা বাসার ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এরপর একাকে আটক করে পুলিশ। আটকের সময় তাঁর বাসা থেকে অর্ধেক বোতল কেরু অ্যান্ড কোম্পানির বাংলা মদ, ৫০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে হত্যাচেষ্টা ও নির্যাতনের একটি মামলা দায়ের করেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে