চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ: গ্রেপ্তার ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২১: ২৯
Thumbnail image

কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া ঈগল এক্সপ্রেস পরিবহনে ডাকাতি ও ধর্ষণের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া ৩ জন। আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক তাঁদের জবানবন্দি গ্রহণ করেন। 

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবির আহমেদ জানান, ঈগল এক্সপ্রেস পরিবহনে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গোয়েন্দা পুলিশ বিভিন্ন সময়ে ৩ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে রাজা ও নূরনবি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলমের আদালতে ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অপরদিকে গ্রেপ্তার হওয়া আওয়াল বিচারক রুমির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৪ আগস্ট বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাজা মিয়ার বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা গ্রামে। তিনি কালিহাতি উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। গত বৃহস্পতিবার রাজা মিয়াকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

সেই সঙ্গে বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের শিকার ওই নারী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। ওই দিন তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানান চিকিৎসকেরা। 

পরদিন শুক্রবার ভোর ৫টার দিকে গাজীপুরের সূত্রাপুর টান কালিয়াকৈর এলাকা থেকে আওয়াল এবং তার দেওয়া তথ্যমতে কালিয়াকৈরের সোহাগপল্লী এলাকা থেকে সকাল ৯টায় নুরুন্নবীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আওয়াল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর গ্রামের শুকুর আলীর ছেলে ও নুরুন্নবী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ধোনারচর গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রীবেশে ওঠা ডাকাতদল বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর অস্ত্রের মুখে বাস তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে ডাকাতেরা যাত্রীদের হাত, মুখ, চোখ বেঁধে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে এক নারী যাত্রিকে পালাক্রমে ছয়জন ধর্ষণ করেন। টানা তিন ঘণ্টা অপকর্মের পর টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় বাসের গতি কমিয়ে ডাকাতেরা নেমে যায়। পরে চালকবিহীন বাসটি রক্তিপাড়া বাসস্ট্যান্ডের দেড়শগজ উত্তরে মসজিদের পশ্চিম পাশে দুর্ঘটনার শিকার হয়। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত