নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার মামলায় জামিন পেয়েছেন গোপালদী পৌর মেয়র। আজ সোমবার উচ্চ আদালত থেকে তিনি চার সপ্তাহের আগাম জামিন পান।
জামিনপ্রাপ্ত মেয়র হালিম শিকদার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে ৬ ফেব্রুয়ারি উপজেলার রামচন্দ্রদী এলাকায় তিন শিশুকে চুরির অপবাদে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেন তিনি। ঘটনার পর গণমাধ্যমের কাছে এর সত্যতা নিজেই স্বীকার করেন।
ঘটনার পরদিন ভুক্তভোগী এক শিশুর অভিভাবক থানায় মামলা দায়ের করলে ////গা ঢাকা দেন তিনি। ওই মামলায় হালিম শিকদারকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার ছয় দিন পর আজ উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেন। এ সময় বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ তাঁকে চার সপ্তাহের আগাম জামিন দেন।
বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত সোমবার সকালে তিনি খবর পান তাঁর ছেলেসহ (১০) তার দুই বন্ধুকে রামচন্দ্রী বাজারে আটকে নির্যাতন করা হচ্ছে। বাজারে পৌঁছে দেখতে পান তাঁর ছেলের মাথার চুল কেটে দেওয়া হয়েছে এবং নির্যাতন করে জখম করেছেন আসামিরা। পরে জানতে পারেন তাঁর ছেলে ও তার বন্ধুরা পাওয়ারলুম মেশিনের যন্ত্রাংশ হাতে নিয়েছিল। এরপর মেশিনের মালিক মেয়র তা দেখে তাদের বেঁধে আনার নির্দেশ দেন এবং মারধর করে চুল কেটে দেন।
চুল কাটা ও মারধরের বিষয়টি স্বীকার করে মেয়র হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আপনারা সবাই বলতাছেন এরা নাকি মাদ্রাসার ছাত্র। এরা তো টোকাই। ওরা বিভিন্ন ভাঙাচোরা মেশিন পাইলেই ওই খান থেকে যন্ত্রপাতি চুরি কইরা বেচে। তিন মাস ধইরাই আমার মিলের অনেক মেশিন চুরি করেছে ওরা।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার মামলায় জামিন পেয়েছেন গোপালদী পৌর মেয়র। আজ সোমবার উচ্চ আদালত থেকে তিনি চার সপ্তাহের আগাম জামিন পান।
জামিনপ্রাপ্ত মেয়র হালিম শিকদার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে ৬ ফেব্রুয়ারি উপজেলার রামচন্দ্রদী এলাকায় তিন শিশুকে চুরির অপবাদে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেন তিনি। ঘটনার পর গণমাধ্যমের কাছে এর সত্যতা নিজেই স্বীকার করেন।
ঘটনার পরদিন ভুক্তভোগী এক শিশুর অভিভাবক থানায় মামলা দায়ের করলে ////গা ঢাকা দেন তিনি। ওই মামলায় হালিম শিকদারকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার ছয় দিন পর আজ উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেন। এ সময় বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ তাঁকে চার সপ্তাহের আগাম জামিন দেন।
বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত সোমবার সকালে তিনি খবর পান তাঁর ছেলেসহ (১০) তার দুই বন্ধুকে রামচন্দ্রী বাজারে আটকে নির্যাতন করা হচ্ছে। বাজারে পৌঁছে দেখতে পান তাঁর ছেলের মাথার চুল কেটে দেওয়া হয়েছে এবং নির্যাতন করে জখম করেছেন আসামিরা। পরে জানতে পারেন তাঁর ছেলে ও তার বন্ধুরা পাওয়ারলুম মেশিনের যন্ত্রাংশ হাতে নিয়েছিল। এরপর মেশিনের মালিক মেয়র তা দেখে তাদের বেঁধে আনার নির্দেশ দেন এবং মারধর করে চুল কেটে দেন।
চুল কাটা ও মারধরের বিষয়টি স্বীকার করে মেয়র হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আপনারা সবাই বলতাছেন এরা নাকি মাদ্রাসার ছাত্র। এরা তো টোকাই। ওরা বিভিন্ন ভাঙাচোরা মেশিন পাইলেই ওই খান থেকে যন্ত্রপাতি চুরি কইরা বেচে। তিন মাস ধইরাই আমার মিলের অনেক মেশিন চুরি করেছে ওরা।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫