বংশাল থেকে অবৈধ নেটওয়ার্ক জ্যামারসহ গ্রেপ্তার ৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার বসুন্ধরা স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ মোবাইল নেটওয়ার্ক সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার র‍্যাব-১০ ও বিটিআরসির যৌথ অভিযানে বসুন্ধরা স্কয়ার মার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এনায়েত কবির শোয়েব। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ইউনুছ আলী (৩২), মো. সোহেল হোসেন (২৩), মো. হৃদয় (২২), মো. সাফওয়ান (২৩) ও আসলাম (৪১)। 

এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ট্রি ব্যান্ড রিপিটার, দুটি রিপিটার, ছয়টি ইনডোর অ্যানটেনা, পাঁচটি আউটডোর অ্যানটেনা, ছয়টি মোবাইল ফোন ও নগদ চার হাজা টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা। 

অবৈধ মোবাইল নেটওয়ার্ক সরঞ্জামসহ গ্রেপ্তার পাঁচজন। ছবি: সংগৃহীতগ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে এনায়েত কবির জানান, তাঁরা দেশে বিক্রি নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার অ্যান্ড রিপিটার সংগ্রহ ও সরবরাহ চক্রের সদস্য। দীর্ঘদিন চক্রের সদস্যরা মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার অ্যান্ড রিপিটার বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি বিক্রি করে আসছিল। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত