নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ নিষেধাজ্ঞা দেন। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়েছে।
আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজই আদালতে আবেদন করে গুলশান থানা পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া গুলশানের একটি বাড়িতে ভাড়া ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলে তার বোন নুসরাত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে উল্লেখিত একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।
পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলাটির তদন্ত চলছে। বাদীর এজাহার যাচাই–বাছাই করা হচ্ছে। আসামি সায়েম সোবহানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি অত্যন্ত প্রভাবশালী এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। মামলার তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।
গত সোমবার ২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর রোডের ১৯ নম্বর বাড়ির ৩/বি নম্বর ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুনিয়ার বোন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সায়েম সোবহানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ নিষেধাজ্ঞা দেন। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়েছে।
আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজই আদালতে আবেদন করে গুলশান থানা পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া গুলশানের একটি বাড়িতে ভাড়া ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলে তার বোন নুসরাত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে উল্লেখিত একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।
পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলাটির তদন্ত চলছে। বাদীর এজাহার যাচাই–বাছাই করা হচ্ছে। আসামি সায়েম সোবহানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি অত্যন্ত প্রভাবশালী এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। মামলার তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।
গত সোমবার ২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর রোডের ১৯ নম্বর বাড়ির ৩/বি নম্বর ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুনিয়ার বোন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সায়েম সোবহানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে