নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরবানির হাট থেকে বাঁধন ছিঁড়ে পালিয়ে আসা একটি মহিষ ধরতে গুলি ছোড়ে পুলিশ। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত (২৪) নামে এক যুবকের পেটে বিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শান্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাসিন্দা। গতকাল শুক্রবার নিজ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। তবে শান্ত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত মহিষটি ধরা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২৮ জুন স্থানীয় একটি কোরবানির হাটে বিক্রির জন্য নেওয়া হয় মহিষটি। একপর্যায়ে বাঁধন ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়। এ সময় অন্তত দুজন আহত হন। মহিষের মালিক ও গ্রামবাসী মিলে ধরার চেষ্টা করে ব্যর্থ হb। গতকাল শুক্রবার সকালে দুপ্তারা এলাকায় মহিষটি বেপরোয়াভাবে ছোটাছুটি করলে আরও কয়েকজন আহত হন।
বিষয়টি থানা-পুলিশকে জানালে মহিষটি ধরার চেষ্টা শুরু করে পুলিশ। একপর্যায়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম তাঁর টহল দল নিয়ে মহিষটিকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি মহিষটি লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিষের পেছনে থাকা শান্তর পেটে লাগে।
বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছি, ওই যুবক পুরোপুরি সুস্থ আছেন। মহিষটি আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকায় অবস্থান পরিবর্তন করছে। এটি ধরতে চিড়িয়াখানা থেকে চেতনানাশক গুলি আনা হচ্ছে। আশা করছি দ্রুতই ধরা যাবে।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরবানির হাট থেকে বাঁধন ছিঁড়ে পালিয়ে আসা একটি মহিষ ধরতে গুলি ছোড়ে পুলিশ। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত (২৪) নামে এক যুবকের পেটে বিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শান্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাসিন্দা। গতকাল শুক্রবার নিজ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। তবে শান্ত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত মহিষটি ধরা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২৮ জুন স্থানীয় একটি কোরবানির হাটে বিক্রির জন্য নেওয়া হয় মহিষটি। একপর্যায়ে বাঁধন ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়। এ সময় অন্তত দুজন আহত হন। মহিষের মালিক ও গ্রামবাসী মিলে ধরার চেষ্টা করে ব্যর্থ হb। গতকাল শুক্রবার সকালে দুপ্তারা এলাকায় মহিষটি বেপরোয়াভাবে ছোটাছুটি করলে আরও কয়েকজন আহত হন।
বিষয়টি থানা-পুলিশকে জানালে মহিষটি ধরার চেষ্টা শুরু করে পুলিশ। একপর্যায়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম তাঁর টহল দল নিয়ে মহিষটিকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি মহিষটি লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিষের পেছনে থাকা শান্তর পেটে লাগে।
বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছি, ওই যুবক পুরোপুরি সুস্থ আছেন। মহিষটি আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকায় অবস্থান পরিবর্তন করছে। এটি ধরতে চিড়িয়াখানা থেকে চেতনানাশক গুলি আনা হচ্ছে। আশা করছি দ্রুতই ধরা যাবে।’
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৯ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২৩ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫