প্রতিনিধি, উত্তরা-বিমানবন্দর (ঢাকা)
লাগেজের ভেতর কৌশলে ইয়াবা নিয়ে বিমানে করে সৌদি আরবের দাম্মামে পাচারের চেষ্টাকালে এক মাদক চোরাকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অতিরিক্ত লাভের আশায় এসব ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে দাবি পুলিশের।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল ৬টার দিকে সাদ্দাম (৩২) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারী কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে এসব ইয়াবা নিয়ে আসে। পরে তা সৌদির দাম্মামে পাচারের চেষ্টা করছিলেন। এর বিনিময়ে তিনি সৌদির টিকেটের টাকা ও লভ্যাংশের একটি অংশ পেতেন। গ্রেপ্তার হওয়া সাদ্দাম বিদেশে ইয়াবা পাচার চক্রের একজন সক্রিয় সদস্য।
ইয়াবার খদ্দের প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, সৌদি প্রবাসী কিছু বাংলাদেশী রয়েছেন যারা ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। আবার কিছু সৌদি নাগরিকও ইয়াবা সেবন করেন। তাঁদের কাছেই মূলত এসব ইয়াবা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হতো।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এপিবিএন।
লাগেজের ভেতর কৌশলে ইয়াবা নিয়ে বিমানে করে সৌদি আরবের দাম্মামে পাচারের চেষ্টাকালে এক মাদক চোরাকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অতিরিক্ত লাভের আশায় এসব ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে দাবি পুলিশের।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল ৬টার দিকে সাদ্দাম (৩২) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারী কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে এসব ইয়াবা নিয়ে আসে। পরে তা সৌদির দাম্মামে পাচারের চেষ্টা করছিলেন। এর বিনিময়ে তিনি সৌদির টিকেটের টাকা ও লভ্যাংশের একটি অংশ পেতেন। গ্রেপ্তার হওয়া সাদ্দাম বিদেশে ইয়াবা পাচার চক্রের একজন সক্রিয় সদস্য।
ইয়াবার খদ্দের প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, সৌদি প্রবাসী কিছু বাংলাদেশী রয়েছেন যারা ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। আবার কিছু সৌদি নাগরিকও ইয়াবা সেবন করেন। তাঁদের কাছেই মূলত এসব ইয়াবা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হতো।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এপিবিএন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৪ দিন আগে