ঢামেক প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে আবু বকর সিদ্দিক হাবু (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তিনি যাত্রাবাড়ীর একটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি। এই ঘটনায় আহত হয়েছেন রুবেল (৩০) নামের আরও এক নেতা।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের নিরালা হার্ডওয়ার দোকানের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে তাঁর পরিচিত লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসে। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাবুকে হাসপাতালে আনা সুমন ইসরাম নামের এক ব্যক্তি জানান, নিহত হাবু যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। শহীদ ফারুক সড়কের নিরালা হার্ডওয়্যার দোকানের সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ফাহিম, শুভ, সুজনসহ আরও অনেকেই জড়িত। তাঁরা বিএনপি করে বলে জানান তিনি।
নিহত হাবুর বড় ভাই মো. বাচ্চু মিয়া বলেন, তাঁদের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। বাবার নাম মৃত আলী আহমদ। বর্তমানে যাত্রাবাড়ী তানপাড়া এলাকায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন তাঁরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, ‘একটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। যে ব্যক্তি মারা গেছেন তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য আমরা কাজ করছি।’
রাজধানীর যাত্রাবাড়ীতে আবু বকর সিদ্দিক হাবু (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তিনি যাত্রাবাড়ীর একটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি। এই ঘটনায় আহত হয়েছেন রুবেল (৩০) নামের আরও এক নেতা।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের নিরালা হার্ডওয়ার দোকানের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে তাঁর পরিচিত লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসে। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাবুকে হাসপাতালে আনা সুমন ইসরাম নামের এক ব্যক্তি জানান, নিহত হাবু যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। শহীদ ফারুক সড়কের নিরালা হার্ডওয়্যার দোকানের সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ফাহিম, শুভ, সুজনসহ আরও অনেকেই জড়িত। তাঁরা বিএনপি করে বলে জানান তিনি।
নিহত হাবুর বড় ভাই মো. বাচ্চু মিয়া বলেন, তাঁদের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। বাবার নাম মৃত আলী আহমদ। বর্তমানে যাত্রাবাড়ী তানপাড়া এলাকায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন তাঁরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, ‘একটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। যে ব্যক্তি মারা গেছেন তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য আমরা কাজ করছি।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪