মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস: চিকিৎসক-অভিভাবকসহ ৬ জন রিমান্ডে, চারজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় ‘থ্রি ডক্টরস কোচিং সেন্টারের’ প্রধান ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিমসহ (৪০) তিনজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই মামলায় অভিভাবক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাকসুদা আক্তার মালাসহ (৫২) তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন। 

চার দিনের রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন ডা. অনিমেষ কুমার কুন্ডু (৩৩) ও ডা. কে এম বশিরুল হক (৪৮)। অন্যদিকে দুই দিনের রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন ডা. জাকারিয়া আশরাফ (২৬) ও জাকিয়া ফারইভা ইভানা (৩৫)। 

এ ছাড়া চার আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৫), ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪), মৈত্রী সাহা (২৭) ও ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী (২৫)। 

আজ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাঁদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। 

এ মামলায় মোট ১৭ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ২২ আগস্ট আদালতে স্বীকারোক্তি দেন ডা. শর্মিষ্ঠা মণ্ডল (২৬) ও ডা. লুইস সৌরভ সরকার (৩০)। 

দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাগুলোতে নিয়মিত প্রশ্ন ফাঁসকারী সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডির সাইবার পুলিশ। এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য পায় সিআইডি। এরপর এ মামলায় ডা. তারিমসহ তাঁর সহযোগীদের গত দুই দিনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত