অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে গৃহশিক্ষিকার প্রেমিকের হাতে খুন হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোর। হত্যাকাণ্ডটিকে অপহরণ হিসেবে দেখানোর জন্য কিশোরের পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে চিঠি লেখে অভিযুক্ত। খবর এনডিটিভির।
পুলিশ বলছে, কিশোরটি দশম শ্রেণির ছাত্র ছিল। তাকে গৃহশিক্ষিকা রচিতার প্রেমিক প্রভাত শুকলা একটি স্টোর রুমে নিয়ে গিয়ে হত্যা করে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, ওই কিশোর স্বেচ্ছায় তার বাসা থেকে প্রভাতের সঙ্গে স্টোররুমে যায়। প্রভাত কিশোরটিকে বলেছিল, তার শিক্ষক রচিতা তাকে ডাকছে।
পুলিশ বলছে, কিশোরটি এবং প্রভাতকে একসঙ্গে সে কক্ষে প্রবেশ করতে দেখা যায়। প্রায় ২০ মিনিট পর প্রভাত একা কক্ষটি থেকে বের হয়। প্রাথমিক তদন্ত অনুসারে পুলিশ বলছে, এরপর অন্য কাউকে আর সে কক্ষে প্রবেশ করতে দেখা যায়নি।
অভিযুক্ত ব্যক্তি এরপর পোশাক বদলে কিশোরের স্কুটার নিয়ে চলে যায়। পুলিশ এ মামলায় প্রভাত, ২১ বছর বয়সী রচিতা ও তাঁদের বন্ধু আরিয়ানকে গ্রেপ্তার করেছে।
কিশোরের পরিবার একটি মুক্তিপণের চিঠিও পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্ত অনুসারে, সে চিঠি পরিবারের কাছে পৌঁছানোর আগেই কিশোরকে হত্যা করা হয়।
পুলিশ বলছে, ‘মুক্তিপণ চেয়ে চিঠি দেওয়ার আগেই কিশোরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ চিঠি মনোযোগ সরানোর একটি কৌশল ছিল।’
তবে এ হত্যার উদ্দেশ্য এখনো জানা যায়নি।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে গৃহশিক্ষিকার প্রেমিকের হাতে খুন হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোর। হত্যাকাণ্ডটিকে অপহরণ হিসেবে দেখানোর জন্য কিশোরের পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে চিঠি লেখে অভিযুক্ত। খবর এনডিটিভির।
পুলিশ বলছে, কিশোরটি দশম শ্রেণির ছাত্র ছিল। তাকে গৃহশিক্ষিকা রচিতার প্রেমিক প্রভাত শুকলা একটি স্টোর রুমে নিয়ে গিয়ে হত্যা করে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, ওই কিশোর স্বেচ্ছায় তার বাসা থেকে প্রভাতের সঙ্গে স্টোররুমে যায়। প্রভাত কিশোরটিকে বলেছিল, তার শিক্ষক রচিতা তাকে ডাকছে।
পুলিশ বলছে, কিশোরটি এবং প্রভাতকে একসঙ্গে সে কক্ষে প্রবেশ করতে দেখা যায়। প্রায় ২০ মিনিট পর প্রভাত একা কক্ষটি থেকে বের হয়। প্রাথমিক তদন্ত অনুসারে পুলিশ বলছে, এরপর অন্য কাউকে আর সে কক্ষে প্রবেশ করতে দেখা যায়নি।
অভিযুক্ত ব্যক্তি এরপর পোশাক বদলে কিশোরের স্কুটার নিয়ে চলে যায়। পুলিশ এ মামলায় প্রভাত, ২১ বছর বয়সী রচিতা ও তাঁদের বন্ধু আরিয়ানকে গ্রেপ্তার করেছে।
কিশোরের পরিবার একটি মুক্তিপণের চিঠিও পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্ত অনুসারে, সে চিঠি পরিবারের কাছে পৌঁছানোর আগেই কিশোরকে হত্যা করা হয়।
পুলিশ বলছে, ‘মুক্তিপণ চেয়ে চিঠি দেওয়ার আগেই কিশোরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ চিঠি মনোযোগ সরানোর একটি কৌশল ছিল।’
তবে এ হত্যার উদ্দেশ্য এখনো জানা যায়নি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে