Ajker Patrika

মাদক কিনতে ৭৪ হাজার রুপিতে দুই সন্তান বিক্রি করেন মা-বাবা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৯: ৫৮
মাদক কিনতে ৭৪ হাজার রুপিতে দুই সন্তান বিক্রি করেন মা-বাবা

ভারতে মাদক কেনার টাকার জন্য সন্তান বিক্রির অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই অবরাধ বিভাগ। আজ শুক্রবার রাজ্যের আন্ধেরি থেকে এক মাস বয়সী শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে এবং দুই বছর বয়সী ছেলের খোঁজ চলছে। 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গ্রেপ্তারকৃত হলেন, শিশু দুটির বাবা শাব্বির, মা সানিয়া খান এবং শাকিল মাকরানি। সন্তান বিক্রিতে জড়িত ঊষা রাঠোড নামের এক দালালকেও আটক করেছে মুম্বাই অপরাধ বিভাগ। 

মুম্বাই অপরাধ বিভাগের দয়া নায়ক এক বিবৃতিতে বলেছেন, মাদকাসক্ত এক দম্পতি আন্ধেরিতে টাকা জোগাড় করতে নিজের দুটি সন্তানকে বিক্রি করে দিয়েছে। দম্পতির পরিবার ঘটনাটি জানতে পারলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ অভিযুক্ত দম্পতি এবং জড়িত আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্ত দম্পতি শিশু ছেলেকে ৬০ হাজার রুপিতে এবং এক মাস বয়সী মেয়েটিকে ১৪ হাজার রুপিতে বিক্রি করে দেয়। 

পুলিশ শাব্বির খান, তাঁর স্ত্রী সানিয়া, উষা রাঠোর এবং শাকিল মাকরানির বিরুদ্ধে মামলা করেছে। এদের মধ্যে শাব্বির ও সানিয়া মাদকাসক্ত। 

মুম্বাই অপরাধ বিভাগ আরও জানায়, মাদক ছাড়া তাঁরা বাঁচতে পারে না, এমন সময়ে অভিযুক্ত নারী রাঠোডের সঙ্গে পরিচিত হন এবং নিজের ছেলেকে ৬০ হাজার রুপিতে বিক্রি করে দেন। যার কাছে বাচ্চাগুলো বিক্রি হয়েছিল তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ছাড়া এই দম্পতির সম্প্রতি একটি মেয়ে হয়েছে। তাঁরা গত মাসে অভিযুক্ত শাকিল মাকরানির কাছে ১৪ হাজার রুপিতে ১ মাস বয়সী মেয়েটিকে বিক্রি করে। 

অভিযুক্ত শাব্বিরের বোন রুবিনা খান ঘটনাটি জানতে পারলে বাকরুদ্ধ হয়ে যান। তিনি তাৎক্ষণিক ডিএন নগর থানায় ঘটনাটি জানান। তিনি থানায় ভাই ও ভাবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। রুবিনার অভিযোগের ভিত্তিতে ডিএন নগর পুলিশ মামলাটি আমলে নিয়েছে এবং অপরাধ বিভাগের কাছে তদন্তের দায়ভার দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত