অনলাইন ডেস্ক
ক্ষমতার পালাবদল হতেই খুনোখুনি শুরু হয়েছে ভারতের রাজস্থানে। রাজ্যটির বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা পর একদিন পার না হতেই আজ মঙ্গলবার জয়পুরে নিজ বাড়িতে খুন হলেন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেরি।
এদিকে কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে এই হত্যার দায় স্বীকার করেছেন ভারতীয় গ্যাংস্টার রোহিত গোদারা। তিনি রাজস্থান-ভিত্তিক ‘বিষ্ণোই গ্যাং’ পরিচালনা করেন। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সম্প্রতি ‘বিষ্ণোই গ্যাং’ থেকে খুনের হুমকি পেয়েছিলেন সুখদেব।
করনি সেনা প্রধানকে হত্যার মুহূর্তের একটি সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সুখদেবের বাড়িতেই একটি কক্ষে তাঁর উল্টোদিকের চেয়ারে বসে ছিল দুই যুবক। হঠাৎই তারা ঝড়ের গতিতে উঠে দাঁড়িয়ে সুখদেব ও তাঁর দুই রক্ষীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। প্রথম গুলিটি সুখদেবের বুকের বাম পাশে আঘাত হানতে দেখা গেছে। হত্যাকারীরা তাঁর মাথায়ও গুলি করে। অপারেশন শেষ করে ঘটনাস্থল থেকে দ্রুত বেরিয়ে যায় তারা।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সুখদেবের। মৃত্যু হয়েছে তাঁর দুই রক্ষীরও। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহ করে।
এদিকে এই হত্যার দায় স্বীকার করে একটি ফেসবুক পোস্টে গ্যাংস্টার গোদারা লিখেছেন, ‘আমি রোহিত গোদারা কাপুরসারি। গোল্ডি ব্রার-এর ভাই। আজ সুখদেব হত্যার পুরো দায় আমরা নিয়েছি। তিনি (সুখদেব) প্রায়ই আমাদের শত্রুদের ইন্ধন দিতেন।’
রোহিত গোদারা সম্পর্কে এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের এই গ্যাংস্টার বর্তমানে কানাডায় অবস্থান করছেন। ভারতের বিভিন্ন থানায় তাঁর নামে ৩২টি মামলা আছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজস্থানের ব্যবসায়ীদের কাছে রোহিত গোদারা এক আতঙ্কের নাম। তাঁর পরিচালিত গ্যাং ক্ষেত্র বিশেষে একেকজন ব্যবসায়ীর কাছ থেকে ৫ থেকে ১৭ কোটি রুপি পর্যন্ত চাঁদা আদায় করে। গত বছর রাজস্থানের শিকার এলাকার আরেক গ্যাংস্টার রাজু থেহাত হত্যার ঘটনায়ও ফেসবুকে পোস্ট দিয়ে দায় স্বীকার করেছিলেন রোহিত গোদারা। দাবি করেছিলেন, আনন্দপাল সিং ও বলবির বানুদা নামে দুই গ্যাংস্টারকে হত্যার প্রতিশোধ নিতেই রাজুকে হত্যা করা হয়েছে।
ভারতের চাঞ্চল্যকর র্যাপার সিধু সিং মুসওয়ালা হত্যার ঘটনায়ও তিনি প্রধান অভিযুক্ত। গত বছরের ২৯ মে মাত্র ২৮ বছর বয়সে পাঞ্জাবের ওই র্যাপ গায়ককে গুলি করে হত্যা করা হয়।
গত বছরেরই ১৩ জুন পবন কুমার নামে একটি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে নয়া দিল্লি থেকে দুবাইয়ে পালিয়ে যান। তাঁর নামে ইন্টারপোলের ‘লাল সতর্কতা’ জারি আছে।
ক্ষমতার পালাবদল হতেই খুনোখুনি শুরু হয়েছে ভারতের রাজস্থানে। রাজ্যটির বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা পর একদিন পার না হতেই আজ মঙ্গলবার জয়পুরে নিজ বাড়িতে খুন হলেন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেরি।
এদিকে কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে এই হত্যার দায় স্বীকার করেছেন ভারতীয় গ্যাংস্টার রোহিত গোদারা। তিনি রাজস্থান-ভিত্তিক ‘বিষ্ণোই গ্যাং’ পরিচালনা করেন। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সম্প্রতি ‘বিষ্ণোই গ্যাং’ থেকে খুনের হুমকি পেয়েছিলেন সুখদেব।
করনি সেনা প্রধানকে হত্যার মুহূর্তের একটি সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সুখদেবের বাড়িতেই একটি কক্ষে তাঁর উল্টোদিকের চেয়ারে বসে ছিল দুই যুবক। হঠাৎই তারা ঝড়ের গতিতে উঠে দাঁড়িয়ে সুখদেব ও তাঁর দুই রক্ষীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। প্রথম গুলিটি সুখদেবের বুকের বাম পাশে আঘাত হানতে দেখা গেছে। হত্যাকারীরা তাঁর মাথায়ও গুলি করে। অপারেশন শেষ করে ঘটনাস্থল থেকে দ্রুত বেরিয়ে যায় তারা।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সুখদেবের। মৃত্যু হয়েছে তাঁর দুই রক্ষীরও। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহ করে।
এদিকে এই হত্যার দায় স্বীকার করে একটি ফেসবুক পোস্টে গ্যাংস্টার গোদারা লিখেছেন, ‘আমি রোহিত গোদারা কাপুরসারি। গোল্ডি ব্রার-এর ভাই। আজ সুখদেব হত্যার পুরো দায় আমরা নিয়েছি। তিনি (সুখদেব) প্রায়ই আমাদের শত্রুদের ইন্ধন দিতেন।’
রোহিত গোদারা সম্পর্কে এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের এই গ্যাংস্টার বর্তমানে কানাডায় অবস্থান করছেন। ভারতের বিভিন্ন থানায় তাঁর নামে ৩২টি মামলা আছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজস্থানের ব্যবসায়ীদের কাছে রোহিত গোদারা এক আতঙ্কের নাম। তাঁর পরিচালিত গ্যাং ক্ষেত্র বিশেষে একেকজন ব্যবসায়ীর কাছ থেকে ৫ থেকে ১৭ কোটি রুপি পর্যন্ত চাঁদা আদায় করে। গত বছর রাজস্থানের শিকার এলাকার আরেক গ্যাংস্টার রাজু থেহাত হত্যার ঘটনায়ও ফেসবুকে পোস্ট দিয়ে দায় স্বীকার করেছিলেন রোহিত গোদারা। দাবি করেছিলেন, আনন্দপাল সিং ও বলবির বানুদা নামে দুই গ্যাংস্টারকে হত্যার প্রতিশোধ নিতেই রাজুকে হত্যা করা হয়েছে।
ভারতের চাঞ্চল্যকর র্যাপার সিধু সিং মুসওয়ালা হত্যার ঘটনায়ও তিনি প্রধান অভিযুক্ত। গত বছরের ২৯ মে মাত্র ২৮ বছর বয়সে পাঞ্জাবের ওই র্যাপ গায়ককে গুলি করে হত্যা করা হয়।
গত বছরেরই ১৩ জুন পবন কুমার নামে একটি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে নয়া দিল্লি থেকে দুবাইয়ে পালিয়ে যান। তাঁর নামে ইন্টারপোলের ‘লাল সতর্কতা’ জারি আছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৫ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫