Ajker Patrika

ভারতে চারতলার বারান্দা থেকে শিশুকে ফেলে হত্যা করলেন মা 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১: ২৩
ভারতে চারতলার বারান্দা থেকে শিশুকে ফেলে হত্যা করলেন মা 

ভারতের বেঙ্গালুরুতে একটি অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার বারান্দা থেকে নিজের চার বছর বয়সী শিশুকে নিচে ছুড়ে ফেলে হত্যা করেছেন এক মা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শিশুটির। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর এসআর নগরে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে শিশুটিকে ছুড়ে ফেলার পর ওই নারী বারান্দার রেলিংয়ের ওপর উঠে দাঁড়ান। তবে কিছুক্ষণের মধ্যেই পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাঁকে টেনে নামান। 

স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ আগস্ট) উত্তর বেঙ্গালুরুর এসআর নগরের একটি অ্যাপার্টমেন্টে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ছুড়ে ফেলার পর ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 
চার বছরের ওই কন্যাশিশুটি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিল। আর এটি নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন শিশুটির মা। 

এ ঘটনায় স্বামীর দায়ের করা মামলায় পেশায় ডেন্টিস্ট ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 

পুলিশ কর্মকর্তা শ্রীনিবাস গৌড়া বলেন, ‘আমরা ওই নারীর মানসিক স্বাস্থ্য বিবেচনার পাশাপাশি অন্য সব দিকও খতিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত