Ajker Patrika

চেন্নাই বিমানবন্দরে ১০০ কোটি রুপির হেরোইন জব্দ

অনলাইন ডেস্ক
চেন্নাই বিমানবন্দরে ১০০ কোটি রুপির হেরোইন জব্দ

ঢাকা: চেন্নাই বিমানবন্দরে ১০০ কোটি রুপি মূল্যমানের ১৫ কেজি হেরোইন জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ। কাস্টম অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তানজানিয়ার দুই নাগরিককের আটক করা হয়েছে।

কাস্টম কমিশনার রাজন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আফ্রিকা থেকে ভারতে মাদকের একটি চালান ঢুকছে এরকম সংবাদ তাদের কাছে আগে থেকেই ছিল। সে অনুযায়ী আজ শুক্রবার দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪৬ বছর বয়সী এক নারী এবং তার ৪৫ বছর বয়সী সহযোগীকে আটক করা হয়েছে।

প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। হেরোইনগুলো তাদের লাগেজে বিশেষ কায়দায় রাখা ছিল। হেরোইনের ঘ্রাণ গোপন করার জন্য ওপরে ছড়ানো ছিল মসলার গুঁড়া। কাস্টম নিকট অতীতে মাদকের এতোবড় চালান ধরেনি বলে জানান কাস্টম কমিশনার রাজন চৌধুরী।

ওই নারী বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভিসা নিয়েছিলেন। হাসপাতালই তার ভিসার ব্যবস্থা করে দেয়। বেঙ্গালুরুতে সরাসরি ফ্লাইট না পাওয়ার কারণে তারা চেন্নাইয়ে ট্রানজিট নিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত