অনলাইন ডেস্ক
ভারতের মুম্বাইয়ে স্বামীকে অল্প অল্প করে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ নভেম্বর) কবিতা নামের ওই নারী ও তাঁর কথিত প্রেমিক হিতেশকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্ট এলাকার বাসিন্দা কমলাকান্ত বেশ কিছুদিন পেটের অসুখে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বোম্বে হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখতে পান, কমলাকান্তের শরীরে আর্সেনিক ও থ্যালিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর মারা যান তিনি।
এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়। ঘটনার তদন্তে নামে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিছু তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কমলাকান্তের স্ত্রী কবিতা ও তাঁর কথিত প্রেমিক হিতেশকে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবিতা চাঞ্চল্যকর তথ্য দেন।
ঘটনার কথা স্বীকার করে কবিতা বলেন, হিতেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। বিষয়টি নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সম্প্রতি দুজন মিলে স্বামী কমলাকান্তকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী স্বামীর খাবারে প্রতিদিন অল্প অল্প করে আর্সেনিক মিশিয়ে দিতেন তিনি। এরপর পেটের অসুখ দেখা দেয় কমলাকান্তের। একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয়।
এর কয়েক দিন আগে কমলাকান্তের মা পেটের অসুখে ভুগে মারা যান। তাঁর মৃত্যুতেও কবিতা জড়িত কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
ভারতের মুম্বাইয়ে স্বামীকে অল্প অল্প করে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ নভেম্বর) কবিতা নামের ওই নারী ও তাঁর কথিত প্রেমিক হিতেশকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্ট এলাকার বাসিন্দা কমলাকান্ত বেশ কিছুদিন পেটের অসুখে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বোম্বে হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখতে পান, কমলাকান্তের শরীরে আর্সেনিক ও থ্যালিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর মারা যান তিনি।
এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়। ঘটনার তদন্তে নামে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিছু তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কমলাকান্তের স্ত্রী কবিতা ও তাঁর কথিত প্রেমিক হিতেশকে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবিতা চাঞ্চল্যকর তথ্য দেন।
ঘটনার কথা স্বীকার করে কবিতা বলেন, হিতেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। বিষয়টি নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সম্প্রতি দুজন মিলে স্বামী কমলাকান্তকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী স্বামীর খাবারে প্রতিদিন অল্প অল্প করে আর্সেনিক মিশিয়ে দিতেন তিনি। এরপর পেটের অসুখ দেখা দেয় কমলাকান্তের। একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয়।
এর কয়েক দিন আগে কমলাকান্তের মা পেটের অসুখে ভুগে মারা যান। তাঁর মৃত্যুতেও কবিতা জড়িত কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪