চাবির আঘাতে ইজিবাইক চালককে হত্যা ভ্যানচালকের: পুলিশ 

বাগেরহাট প্রতিনিধি
Thumbnail image

বাগেরহাটের মোরেলগঞ্জে ইজিবাইক চালক আল ইমরানকে হত্যার ঘটনায় ভ্যানচালক নাইম ওরফে ফাহাদকে (১৮) আটক করেছে পুলিশ। তাঁর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, কথা-কাটাকাটির একপর্যায়ে নিজের ব্যাটারিচালিত ভ্যানের চাবি দিয়ে ইমরানকে আঘাত করে হত্যা করেন নাইম।

আজ মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের সেলিম হাওলাদরের ছেলে।

নিহত আল ইমরান পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন বলেন, আমতলা এলাকায় সড়কে ওভারটেক করা নিয়ে বাক্‌বিতণ্ডায় জড়ায় ভ্যানচালক নাইম ও ইজিবাইক চালক ইমরান। একপর্যায়ে ভ্যানচালক ফাহাদের হাতে থাকা চাবি দিয়ে ইজিবাইক চালকের বুকে আঘাত করে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইমরানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত নাইম আজ মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে আটক করা হয়। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় পুলিশ জানিয়েছিল ইমরানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত