Ajker Patrika

চুয়াডাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা আটক

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় সোহেল রানা ডালিম নামের এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। চিকিৎসা নিতে ওই সাংবাদিক হাসপাতালে গেলে সেখানেও তাঁকে তাড়া করে কুপিয়েছে ছাত্রলীগের নেতা–কর্মীরা। সোমবার রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে আটক করেছে পুলিশ। 

আহত সোহেল রানা ডালিম শহরের সিঅ্যান্ডবি পাড়ার আব্দুল করিমের ছেলে। তিনি স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ে জেলা প্রতিনিধি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে শহরের ইমার্জেন্সি রোড দিয়ে মোটরসাইকেলযোগে পত্রিকা অফিসের দিকে যাচ্ছিলেন সাংবাদিক ডালিম। এই সময় আরেকটি মোটরসাইকেল তাঁর সামনে হঠাৎ থেমে গেলে দুটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ওই মোটরসাইকেলে থাকা ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে ডালিমের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ডালিমের পিঠে ক্ষুর দিয়ে পোঁচ দেয় ছাত্রলীগকর্মীরা। 

পথচারীরা গুরুতর জখম ডালিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ছাত্রলীগ কর্মীরা এখানে গিয়ে আবারও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় হাসপাতাল চত্বরে ডালিমকে তাড়া করতেও দেখা যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদকে আটক করেছে পুলিশ। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিল আরসালান জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডালিমের পিঠ, বুক ও হাতে গভীর ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি এখনই শঙ্কামুক্ত নন। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় রাজু আহমেদকে আটক করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত