Ajker Patrika

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন: দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাঁধ মেরামতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ
বাঁধ মেরামতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে বেড়িবাঁধ ভেঙে বিস্তর এলাকা প্লাবিত হয়েছে। এ দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ
দুর্যোগ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ

আইএসপিআর জানায়, গত ৩১ মার্চ বেলা ১১টার দিকে খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে আনুমানিক ১৫০ ফুট এলাকাজুড়ে বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় তা ব্যর্থ হয়। পরে ১ এপ্রিল জেলা প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমানে আশাশুনি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর দুটি প্যাট্রল টিম, স্থানীয় বাসিন্দা ও প্রশাসন বাঁধ মেরামতের কাজে সহায়তা করছে। এ ছাড়া ৫৫ পদাতিক ডিভিশনের ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি দল বাঁধ মেরামতের জন্য ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত