পাটকেলঘাটায় ঘেরে ডাকাতি করতে এসে দুই ভাইকে গুলি করল দুর্বৃত্তরা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ০৬
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ২৪

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে মাছের ঘেরে ডাকাতি করতে এসে দুই ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে ইউনিয়নের হরিণখোলা বিল এলাকায় এই ঘটনা ঘটে। 

গুলিতে জখম ব্যক্তিরা হলেন নগরঘাটা ইউনিয়নের হরিণখোলা গ্রামের ঘেরমালিক অলঙ্গ মণ্ডল (৫৮) ও তাঁর ভাই জগদীশ মণ্ডল (৫৪)। তাঁরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া এই ঘটনায় দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন ঘেরের দুই কর্মচারী কাতলা মুন্ডা ও বিশ্বনাথ মণ্ডল। 

দুই ভাই গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার উপপরিদর্শক জাহিদ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

স্থানীয় বাসিন্দা সনাতন গোলদার বলেন, ‘বাড়ির পাশে বিলে দুই ভাইয়ের ১০০ বিঘার একটি মাছের ঘের রয়েছে। গতকাল রাত দেড়টার দিকে ঘেরে ৭-৮ জনের একটি দল ডাকাতি করতে আসে। ওই সময় ঘেরের দুই কর্মচারীকে মোবাইল ফোনে কল দিয়ে মালিককে আসতে বলে তারা। কথামতো কাজ না করায় কর্মচারীদের মারধর করতে থাকে। পরে ওই দুই কর্মচারীকে জোর করে ঘেরমালিকদের বাড়িতে নিয়ে এনে দুর্বৃত্তরা দুই ভাইকে গুলি করতে থাকে। এ সময় তাঁদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাটি থানা-পুলিশকে জানিয়ে তাঁদের আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।’ 

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অলঙ্গ মণ্ডল জানান, গতকাল রাত দেড়টার দিকে বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত এসে বাড়িতে হামলা করে। ওই সময় দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে তাঁদের ওপর গুলি করতে থাকে। এতে অলঙ্গ ডান পায়ে গুলিবিদ্ধ হন। একই সঙ্গে তাঁর ভাই জগদীশের দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি লাগে। পরে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত