বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চরবানিয়ারি ইউনিয়নের সংরক্ষিত এক নারী ইউপি সদস্যকে জুতাপেটা ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার এ ঘটনার বিচার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য কবিতা রানা।
ইউপি সদস্য কবিতা রানা বলেন, ‘চরবানিয়ারি ইউনিয়নে মোট ১৬৮টি ভিজিডি কার্ড এসেছে। এর মধ্যে চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল নিয়েছে ৮৪টি। আমার তিন ওয়ার্ডের জন্য মাত্র ছয়টি কার্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি কার্ড চেয়ারম্যান কেটে দিয়েছে। ২৩ জানুয়ারি পরিষদের সভায় চেয়ারম্যানের কাছে দুটি কার্ড বাতিলের কারণ জানতে চাইলে, চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ও তার স্বামী চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল আমার ওপর হামলা চালায়। আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল আমাকে জুতা পেটা করে।’
কবিতা রানা আরও বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল এর আগে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। এটা মানি নাই, যার কারণে আমার কার্ড দুটি কেটে দিয়েছে। উপজেলায় গিয়ে আরও চারটি কার্ড কেটে দেওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া আমাকে পরিষদে ঢুকতেও নিষেধ করেছে চেয়ারম্যান।’
অভিযোগ অস্বীকার করে চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ইউপি সদস্য কবিতা রানাকে জুতা পেটা করিনি। আমি শুধু জুতা খুলে মারার কথা বলেছি। এ ছাড়া যে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা।’
অশোক কুমার আরও বলেন, ‘সে (নারী ইউপি সদস্য) যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তার তদন্ত হবে। ডিসি ও ডিডিএলজি আসবেন। তদন্তে সত্যতা পেলে যা হয় হবে।’
বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘চিতলমারী উপজেলা পরিদর্শনে গেলে একজন নারী ইউপি সদস্য আমাকে মৌখিকভাবে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চরবানিয়ারি ইউনিয়নের সংরক্ষিত এক নারী ইউপি সদস্যকে জুতাপেটা ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার এ ঘটনার বিচার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য কবিতা রানা।
ইউপি সদস্য কবিতা রানা বলেন, ‘চরবানিয়ারি ইউনিয়নে মোট ১৬৮টি ভিজিডি কার্ড এসেছে। এর মধ্যে চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল নিয়েছে ৮৪টি। আমার তিন ওয়ার্ডের জন্য মাত্র ছয়টি কার্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি কার্ড চেয়ারম্যান কেটে দিয়েছে। ২৩ জানুয়ারি পরিষদের সভায় চেয়ারম্যানের কাছে দুটি কার্ড বাতিলের কারণ জানতে চাইলে, চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ও তার স্বামী চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল আমার ওপর হামলা চালায়। আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল আমাকে জুতা পেটা করে।’
কবিতা রানা আরও বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল এর আগে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। এটা মানি নাই, যার কারণে আমার কার্ড দুটি কেটে দিয়েছে। উপজেলায় গিয়ে আরও চারটি কার্ড কেটে দেওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া আমাকে পরিষদে ঢুকতেও নিষেধ করেছে চেয়ারম্যান।’
অভিযোগ অস্বীকার করে চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ইউপি সদস্য কবিতা রানাকে জুতা পেটা করিনি। আমি শুধু জুতা খুলে মারার কথা বলেছি। এ ছাড়া যে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা।’
অশোক কুমার আরও বলেন, ‘সে (নারী ইউপি সদস্য) যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তার তদন্ত হবে। ডিসি ও ডিডিএলজি আসবেন। তদন্তে সত্যতা পেলে যা হয় হবে।’
বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘চিতলমারী উপজেলা পরিদর্শনে গেলে একজন নারী ইউপি সদস্য আমাকে মৌখিকভাবে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৭ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫