খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলায় স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ ছাত্রকে আটক করা হয়েছে, যাদের মধ্যে চারজন একই বিদ্যালয়ের। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা ভারতীয় ‘ক্রাইম পেট্রোল’ সিরিয়াল দেখে উদ্বুদ্ধ হয়ে মোটা অংকের অর্থ প্রাপ্তির আশায় এমন ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া আজকের পত্রিকাকে বলেন, গুটুদিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে নীরব মন্ডল (১২) বৃহস্পতিবার বিদ্যালয়ে যায়। বিদ্যালয় থেকে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নীরবের বাবার কাছে একটি নম্বর থেকে কল দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ একজনকে পরে আরও চারজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ১টার দিকে বিদ্যালয়ের অব্যবহৃত একটি কক্ষ থেকে নীরবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি।
ওসি আরও বলেন, আটকেরা জানিয়েছে, ভারতীয় সিরিয়াল দেখে তারা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নে তারা বিদ্যালয় ছুটির পর নীরবকে ধরে ওই কক্ষে আটকে রাখে। পর তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে। একটা পর্যায়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
খুলনার ডুমুরিয়া উপজেলায় স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ ছাত্রকে আটক করা হয়েছে, যাদের মধ্যে চারজন একই বিদ্যালয়ের। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা ভারতীয় ‘ক্রাইম পেট্রোল’ সিরিয়াল দেখে উদ্বুদ্ধ হয়ে মোটা অংকের অর্থ প্রাপ্তির আশায় এমন ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া আজকের পত্রিকাকে বলেন, গুটুদিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে নীরব মন্ডল (১২) বৃহস্পতিবার বিদ্যালয়ে যায়। বিদ্যালয় থেকে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নীরবের বাবার কাছে একটি নম্বর থেকে কল দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ একজনকে পরে আরও চারজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ১টার দিকে বিদ্যালয়ের অব্যবহৃত একটি কক্ষ থেকে নীরবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি।
ওসি আরও বলেন, আটকেরা জানিয়েছে, ভারতীয় সিরিয়াল দেখে তারা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নে তারা বিদ্যালয় ছুটির পর নীরবকে ধরে ওই কক্ষে আটকে রাখে। পর তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে। একটা পর্যায়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে