Ajker Patrika

তালায় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৫: ০২
তালায় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

সাতক্ষীরার তালায় গোলাম রব্বানী খাঁ (৫৫) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার খলিলনগর ইউনিয়নের দাশকাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দাশকাটি গ্রামের মৃত রহমত উল্লার ছেলে।

আহত গোলাম রব্বানীর ছেলে রাসেল খাঁ বলেন, ‘এলাকার সোহেল উদ্দীন গাজীর ছেলে কামরুল গাজী (৫০), নজরুল গাজী (৬০), খায়রুল গাজী (৩৫) ও কামরুল গাজীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছে। কয়েক দিন ধরে কামরুল গাজী আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আমরা দিতে অস্বীকার করায় আজ ভোরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় বাবার ডাক-চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে তাঁকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।’

এ ঘটনায় অভিযুক্তরা এলাকায় না থাকায় এবং তাঁদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত