কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ 

বাগেরহাট প্রতিনিধি
Thumbnail image

বাগেরহাটের চিতলমারীতে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে হত্যার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার গভীর রাতে যশোর জেলার কোতোয়ালি থানার সাখারিগাতী এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে সবুজ মুন্সি (৩০) ও তাঁর বাবা ডাবলু মুন্সি (৫৫) এবং ভাই দ্বীন ইসলাম ওরফে আকাশ মুন্সি (২৬)।

র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল জব্বার শেখ হত্যা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা ও দুই ছেলে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, চিতলমারী এলাকায় মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীকে স্থানীয় বখাটে দ্বীন ইসলাম মুন্সি প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত ২৫ এপ্রিল ওই কিশোরী দরজির বাড়ি থেকে বোরকা নিয়ে বাড়ি ফেরার পথে তাকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেন দ্বীন ইসলাম। এতে রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানি করে ও চড়থাপ্পড় মারেন। কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের কাছে জানায়।

এরপর কিশোরীর চাচাতো ভাই আব্দুর জব্বার শেখ (৩৫) দ্বীন ইসলামের বাড়িতে গিয়ে ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন। এতে আসামিরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং বিভিন্ন প্রকার হুমকি দেন। গত শুক্রবার (৫ মে) রাতে আব্দুর জব্বার শেখ ও তাঁর শ্যালক রাজিব শেখ চিতলমারী উপজেলার কলিগাতী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা দ্বীন ইসলাম, তাঁর ভাই দেলোয়ার ও বাবা ডাবলু মুন্সিসহ তাঁদের সহযোগীরা তাদের পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জব্বার শেখ ও রাজিব শেখকে গুরুতর জখম করেন।

পরে আব্দুল জব্বার শেখ ও রাজিব শেখকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। রাজিবকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজিব ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘তিন আসামিকে র‍্যাবের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত