Ajker Patrika

লোহাগড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২২, ১৮: ২১
লোহাগড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মিজানুর শরীফ (৬০) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুককোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মিজানুর শামুককোলা গ্রামের ওয়াদুদ শরীফের ছেলে। এ সময় মফিদুল কাজী (৫৫) ও আশরাফ আলী (৬২) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহত দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজন সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শামুককোলা গ্রামে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীম কাজী ও হোসেন কাজীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। গতকাল সোমবার আলীম কাজী গ্রুপের ওবায়দুর কাজীর গরু ধরে নিয়ে যায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এর জের ধরে আজ মঙ্গলবার বেলা ১টার দিকে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষ হোসেন কাজীর লোকজন ভ্যানচালক মিজানুর শরীফের বুকে ধারাল সড়কি দিয়ে কোপ মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার পর নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত