Ajker Patrika

দর্শনায় বাড়ি থেকে তুলে নিয়ে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ, ভাই জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৫: ১৮
দর্শনায় বাড়ি থেকে তুলে নিয়ে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ, ভাই জখম

চুয়াডাঙ্গার দর্শনায় মঞ্জুরা খাতুন (৩২) নামের এক নারীকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর ভাই আলমগীর হোসেন (৩০)। গতকাল শনিবার রাতে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে মঞ্জুরার লাশ বাড়ির পার্শ্ববর্তী বেগুনখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মঞ্জুরা খাতুন মোহাম্মদপুর গ্রামের মৃত আরমান আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম সুরুজ মিয়া। তিনি স্বামীর সঙ্গে বাপের বাড়িতে বসবাস করতেন। 

খবর পেয়ে রোববার সকালে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

দর্শনা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর এনামুল কবির বলেন, শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত মঞ্জুরা ও তাঁর ভাই আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় বাড়িতে তাঁদের মা উপস্থিত ছিলেন। এরপর পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে চলে যায়। ভোরে বেগুন খেতে মঞ্জুরার বিবস্ত্র লাশ দেখতে পায় স্থানীয়রা। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুরার ভাই আলমগীর হোসেন বলেন, ‘রাতে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে থেকে আমাকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে থাকে। আমার চিৎকারে আমার বোন ছুটে এলে তাকেও ধরে ফেলে। আমার মাথায় আঘাত করলে তারপর আর কিছু মনে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত