বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো গাড়িতে ফেনসিডিল উদ্ধার, আটক ২

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ১৫: ৪৮
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫: ৫৪

কুষ্টিয়ার কুমারখালীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে আট বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় মাইক্রোবাসটি থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালকসহ দুজনকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে স্টিকার লাগানো গাড়িটি।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন উপজেলা শিবরামপুর গ্রামের ইসলাম শেখের ছেলে মো. উজ্জ্বল (৩৫) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দনুসারা গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (২৮)। পুলিশ রাতে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলা নম্বর ১৯। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশপুলিশ সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের নন্দলালপুর ইউনিয়নের পুরোনো চড়াইকোলে অভিযান চালানো হয়। অভিযানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৩-৪৩৪২) থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালকসহ দুজনকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়। 

এ বিষয়ে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাস থেকে আট বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। গাড়িতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো রয়েছে। গাড়ির প্রকৃত মালিকের খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত