কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুণীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করছেন কৃষক লীগ নেতা রাশিদুল ইসলাম। সেসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন তিনি।
এসব অভিযোগ এনে গত ২৬ এপ্রিল ওই তরুণী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম।
অভিযুক্ত রাশিদুল ইসলাম (২৮) সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মনোহরদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে রাশিদুলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। ইন্টারনেটে ভিডিও কল ও মোবাইল ফোনে প্রায়ই কথা বলতেন তাঁরা। রাশিদুল কৌশলে ভিডিও কলে কথা বলার সময় অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে নেন। সেসব ছবি ও ভিডিও দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে যাচ্ছেন রাশিদুল। ২ লাখ টাকা দাবি করছেন। টাকা না দিলে ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।
অভিযোগের বিষয়ে রাশিদুলের মোবাইলে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি মকবুল হোসেন লাভলু ও সাধারণ সম্পাদক এমএ মোমেন মণ্ডল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগের সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, ‘এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুণীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করছেন কৃষক লীগ নেতা রাশিদুল ইসলাম। সেসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন তিনি।
এসব অভিযোগ এনে গত ২৬ এপ্রিল ওই তরুণী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম।
অভিযুক্ত রাশিদুল ইসলাম (২৮) সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মনোহরদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে রাশিদুলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। ইন্টারনেটে ভিডিও কল ও মোবাইল ফোনে প্রায়ই কথা বলতেন তাঁরা। রাশিদুল কৌশলে ভিডিও কলে কথা বলার সময় অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে নেন। সেসব ছবি ও ভিডিও দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে যাচ্ছেন রাশিদুল। ২ লাখ টাকা দাবি করছেন। টাকা না দিলে ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।
অভিযোগের বিষয়ে রাশিদুলের মোবাইলে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি মকবুল হোসেন লাভলু ও সাধারণ সম্পাদক এমএ মোমেন মণ্ডল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগের সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, ‘এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে