Ajker Patrika

লোহাগড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০: ৩২
লোহাগড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্লার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সিরাজুলের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় নিহত সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোল্লা মোবাইল ফোনে টাকা রিচার্জের জন্য নদীর ওপারে আলীগঞ্জ বাজারে যান। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী মৃত গফ্ফার মোল্লার ছেলে শান্ত মোল্লর সঙ্গে কথাকাটাকাটি হয় মহব্বতের। মহব্বত বাড়ি ফিরে তাঁর বাবাকে এ বিষয়ে জানালে সিরাজুল ইসলাম শান্তকে ডেকে ঘটনার বিষয় জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে শান্ত ক্ষিপ্ত হয়ে ৮–১০ জন লোক নিয়ে সিরাজুল ইসলামের ওপর রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তাঁদের হাতে থাকা রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করেন সিরাজুলকে। 
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শান্তর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত