খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার খোকসা উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় ছয় মামলায় ১০৩ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত রয়েছে ৬৮ জন আসামি। দলীয় আধিপত্য বিস্তার এবং একে অপরের প্রতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন কার্যকলাপে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। এসব ঘটনায় খোকসা থানার পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, নির্বাচনী সহিংসতায় গত নভেম্বর মাসের ২৬ তারিখে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পৃথক দুটি মামলা করা হয়। দুই মামলায় মোট ৬৭ জনসহ অজ্ঞাত ১৬ জনকে আসামি করা হয়েছে। চলতি মাসের ৯ তারিখে ১ নম্বর খোকসা ইউনিয়নে সহিংসতায় দুটি মামলায় ১৬ জনকে এজাহারনামীয়সহ অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।
সর্বশেষ গোপগ্রাম ইউনিয়নের ৯ ডিসেম্বর একই ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এ দুটি মামলায় এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়। এদিকে উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় প্রতিদিনই কোনো না কোনো ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অথবা মেম্বার পদপ্রার্থী তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে একে অপরের হুমকি-ধমকি, পোস্টার ছেঁড়াসহ নানাবিধ ঘটনা ঘটছে।
উপজেলা নির্বাচন কমিশনার রশিদুল আলম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য এক চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য আইনশৃঙ্খলার অবনতি এবং কোনো আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে খোকসা থানার পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার খোকসা উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় ছয় মামলায় ১০৩ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত রয়েছে ৬৮ জন আসামি। দলীয় আধিপত্য বিস্তার এবং একে অপরের প্রতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন কার্যকলাপে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। এসব ঘটনায় খোকসা থানার পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, নির্বাচনী সহিংসতায় গত নভেম্বর মাসের ২৬ তারিখে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পৃথক দুটি মামলা করা হয়। দুই মামলায় মোট ৬৭ জনসহ অজ্ঞাত ১৬ জনকে আসামি করা হয়েছে। চলতি মাসের ৯ তারিখে ১ নম্বর খোকসা ইউনিয়নে সহিংসতায় দুটি মামলায় ১৬ জনকে এজাহারনামীয়সহ অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।
সর্বশেষ গোপগ্রাম ইউনিয়নের ৯ ডিসেম্বর একই ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এ দুটি মামলায় এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়। এদিকে উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় প্রতিদিনই কোনো না কোনো ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অথবা মেম্বার পদপ্রার্থী তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে একে অপরের হুমকি-ধমকি, পোস্টার ছেঁড়াসহ নানাবিধ ঘটনা ঘটছে।
উপজেলা নির্বাচন কমিশনার রশিদুল আলম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য এক চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য আইনশৃঙ্খলার অবনতি এবং কোনো আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে খোকসা থানার পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫