কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ভ্যানচালক জাহিদুল ইসলামকে (৩০) হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে আটক ওবাইদুর রহমান জুয়েলকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।
আজ বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে ওই দিন বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
এদিকে এই মামলার আসামি জুয়েল কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত রতনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলের ভ্যানের সঙ্গে জুয়েলের মোটরসাইকেলের হালকা ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের বাগ্বিতণ্ডা, কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে জুয়েল কাছে থাকা ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার বাদী রিয়াজ উদ্দিন বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে জুয়েল। ছেলে হত্যার সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ভ্যানচালক জাহিদুল ইসলামকে (৩০) হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে আটক ওবাইদুর রহমান জুয়েলকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।
আজ বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে ওই দিন বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
এদিকে এই মামলার আসামি জুয়েল কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত রতনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলের ভ্যানের সঙ্গে জুয়েলের মোটরসাইকেলের হালকা ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের বাগ্বিতণ্ডা, কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে জুয়েল কাছে থাকা ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার বাদী রিয়াজ উদ্দিন বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে জুয়েল। ছেলে হত্যার সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪