চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে সোলাইমান রাব্বি (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত এক নারীর মোবাইল কলে রাব্বির আত্মহত্যার বিষয়ে জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
মৃত রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের টুলু মিয়ার ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র এবং চুয়াডাঙ্গা সনো সেন্টারে এক্স-রে বিভাগে কর্মরত ছিলেন। তিনি লেখাপড়া ও কর্মসূত্রে পরিবারের সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতালপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
মৃতের পরিবার জানায়, রাত ২টার কয়েক মিনিট আগে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে কল পেয়ে জানতে পারে রাব্বি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। এ সময় পরিবারের সদস্যরা রাব্বির ঘরের সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করে। কিন্তু রাব্বির কোনো সাড়া না পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দরজা ভেঙে রাব্বির ঘরে প্রবেশ করলে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তারা জানতে পারেন, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ফোনে ভিডিও কলে এসে আত্মহত্যা করেছেন রাব্বি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত ২টার দিকে পরিবারের সদস্যরা ফজলে রাব্বি নামের এক যুবককে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারি সে গলায় ফাঁস দিয়েছিল। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) মাহাবুবুর রহমান বলেন, ‘সকালে রাব্বি নামের ওই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। তবে এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাদের লিখিত আবেদনের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
চুয়াডাঙ্গায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে সোলাইমান রাব্বি (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত এক নারীর মোবাইল কলে রাব্বির আত্মহত্যার বিষয়ে জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
মৃত রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের টুলু মিয়ার ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র এবং চুয়াডাঙ্গা সনো সেন্টারে এক্স-রে বিভাগে কর্মরত ছিলেন। তিনি লেখাপড়া ও কর্মসূত্রে পরিবারের সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতালপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
মৃতের পরিবার জানায়, রাত ২টার কয়েক মিনিট আগে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে কল পেয়ে জানতে পারে রাব্বি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। এ সময় পরিবারের সদস্যরা রাব্বির ঘরের সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করে। কিন্তু রাব্বির কোনো সাড়া না পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দরজা ভেঙে রাব্বির ঘরে প্রবেশ করলে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তারা জানতে পারেন, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ফোনে ভিডিও কলে এসে আত্মহত্যা করেছেন রাব্বি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত ২টার দিকে পরিবারের সদস্যরা ফজলে রাব্বি নামের এক যুবককে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারি সে গলায় ফাঁস দিয়েছিল। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) মাহাবুবুর রহমান বলেন, ‘সকালে রাব্বি নামের ওই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। তবে এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাদের লিখিত আবেদনের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫