Ajker Patrika

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৩: ৫৪
প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে সোলাইমান রাব্বি (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত এক নারীর মোবাইল কলে রাব্বির আত্মহত্যার বিষয়ে জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

মৃত রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের টুলু মিয়ার ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র এবং চুয়াডাঙ্গা সনো সেন্টারে এক্স-রে বিভাগে কর্মরত ছিলেন। তিনি লেখাপড়া ও কর্মসূত্রে পরিবারের সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতালপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

মৃতের পরিবার জানায়, রাত ২টার কয়েক মিনিট আগে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে কল পেয়ে জানতে পারে রাব্বি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। এ সময় পরিবারের সদস্যরা রাব্বির ঘরের সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করে। কিন্তু রাব্বির কোনো সাড়া না পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দরজা ভেঙে রাব্বির ঘরে প্রবেশ করলে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তারা জানতে পারেন, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ফোনে ভিডিও কলে এসে আত্মহত্যা করেছেন রাব্বি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত ২টার দিকে পরিবারের সদস্যরা ফজলে রাব্বি নামের এক যুবককে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারি সে গলায় ফাঁস দিয়েছিল। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) মাহাবুবুর রহমান বলেন, ‘সকালে রাব্বি নামের ওই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। তবে এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাদের লিখিত আবেদনের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত