কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী। এর আগে, গতকাল বুধবার রাতে রেস্তোরাঁর মালিক আব্দুল খালেক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
ওই রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–কুষ্টিয়ার শহরের চর থানাপাড়া এলাকার রাজীব (২৫), শামীম (২৪) ও একই এলাকার জুয়েল হোসেন (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্ণার রেস্তোরাঁয় খেতে যায়। খাওয়ার একপর্যায়ে তাঁরা রেস্তোরাঁর ম্যানেজার তুষারের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টি সেখানে মিমাংসা হয়ে গেলেও কিছুক্ষণ পর রাজিব, শামীম ও জুয়েলসহ ৭–৮ জন রেস্তোরাঁয় ঢুকে প্রধান বাবুর্চি শিমুল, সহকারী বাবুর্চি শুভ ও ম্যানেজার তুষারকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, রাতেই রেস্তোরাঁ মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তাকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী। এর আগে, গতকাল বুধবার রাতে রেস্তোরাঁর মালিক আব্দুল খালেক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
ওই রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–কুষ্টিয়ার শহরের চর থানাপাড়া এলাকার রাজীব (২৫), শামীম (২৪) ও একই এলাকার জুয়েল হোসেন (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্ণার রেস্তোরাঁয় খেতে যায়। খাওয়ার একপর্যায়ে তাঁরা রেস্তোরাঁর ম্যানেজার তুষারের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টি সেখানে মিমাংসা হয়ে গেলেও কিছুক্ষণ পর রাজিব, শামীম ও জুয়েলসহ ৭–৮ জন রেস্তোরাঁয় ঢুকে প্রধান বাবুর্চি শিমুল, সহকারী বাবুর্চি শুভ ও ম্যানেজার তুষারকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, রাতেই রেস্তোরাঁ মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তাকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে