Ajker Patrika

অবৈধ ই-ট্রানজেকশন: খুলনার পাইকগাছার ৬ ‘হ্যাকার’ কারাগারে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১২: ২৯
অবৈধ ই-ট্রানজেকশন: খুলনার পাইকগাছার ৬ ‘হ্যাকার’ কারাগারে

অবৈধ ই-ট্রানজেকশনে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনার পাইকগাছার ছয় যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নিতে আবেদন করে। বিচারক আবেদনের বিষয়ে আদেশ না দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) মিজানুর রহমান জানান, ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক এজলাসে রিমান্ডের বিষয়ে কোনো আদেশ দেননি। তবে পরে তাঁর খাস কামরায় আদেশ দেবেন। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাকবির হোসেন জানান, গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩০ ও ৩৫ ধারায় মামলা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নুনিয়াপাড়া গ্রামের নারায়ণ সরদারের ছেলে আকাশ (২৫), বিশ্বজিতের ছেলে দীনেশ মণ্ডল (২৫), ভগিরথ সানার ছেলে হীরক (২৪), ছালুবুনিয়া গ্রামের কালিপদ ঢালীর ছেলে অমিত ঢালী (২১), পশ্চিম কাইনমুখী গ্রামের নিখিল মণ্ডলের ছেলে চিন্ময় (২৪) ও আমুড়কাটা গ্রামের বিশ্বজিৎ বাছাড়ের ছেলে তপন বাছাড় (২৪)। 

এসআই তাকবির আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ফোন ও মেইল অ্যাকাউন্ট হ্যাক করে অবৈধ ই–ট্রানজেকশনের মাধ্যমে অর্থ হস্তান্তরের প্রমাণ পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তারা ‘প্রতারণার বিষয়টি’ স্বীকার করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত