Ajker Patrika

কলেজছাত্রকে মারধর: গ্রেপ্তারের পরদিনই জামিনে মুক্ত ছাত্রলীগ নেতা

সাতক্ষীরা প্রতিনিধি
কলেজছাত্রকে মারধর: গ্রেপ্তারের পরদিনই জামিনে মুক্ত ছাত্রলীগ নেতা

কলেজছাত্রকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দেওয়া এবং সেই ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ২০ ঘণ্টার মধ্যে জামিনে মুক্ত হয়েছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি তালা উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব গতকাল বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার হন। আজ বৃহস্পতিবার তিনি জামিনে মুক্ত হয়েছেন। 

গতকাল সৈয়দ আকিবকে তালা থানা পুলিশ খুলনার ডুমুরিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুর ২টার দিকে সাতক্ষীরার বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মহিদুল ইসলাম তাঁকে ২ হাজার টাকা বন্ডে জামিন দেন। সৈয়দ আকিব তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে। 

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল ইসলাম খান বলেন, প্রেমিকাকে ‘ভাগিয়ে নেওয়ার’ অভিযোগে কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময়কে অমানুষিক নির্যাতন করার ঘটনায় প্রধান আসামি সৈয়দ আকিবকে ডুমুরিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তালা সদর ইউনিয়নের সাবেক আহ্বায়ক। এ ঘটনায় জড়িত অপর চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

জামিনের বিষয়ে সাতক্ষীরার বিচারিক হাকিম তৃতীয় আদালতের দায়িত্বপ্রাপ্ত কোর্ট উপপরিদর্শক (সিএসআই) হাবিবুর রহমান জানান, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মহিদুল ইসলাম দুই হাজার টাকার বন্ডে আকিবের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিননামার কাগজ জমা দিয়েই কোর্ট গারদ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাজীব রায় চৌধুরী সঞ্জয়। 

উল্লেখ্য, জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে সদ্য এইচএসসি পাস করেন জাতপুর গ্রামের শোয়েব আজিজ তন্ময়। তাঁর এক বন্ধু গত রোববার দুপুরে ফোন করে তাঁকে তালা বাজারে ডেকে নেন। সেখান থেকে তাঁকে তালা সরকারি কলেজ হোস্টেলের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব, শ্রমিক লীগ নেতা সৌমিত্র চক্রবর্তী এবং ছাত্রলীগের নাহিদ হাসান উৎস্য, সজীব ও জয় তাঁকে নির্যাতন করেন। সৈয়দ আকিব ও তাঁর সহযোগীরা তাঁকে বিবস্ত্র করে মাথা ন্যাড়া করে দেয়। নির্যাতনে ভিডিও ধারণ করেন তাঁরা। এরপর তন্ময়ের ফোন থেকে তাঁর মাকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তন্ময়কে মারপিটের শব্দ ও আহাজারি শোনানো হয়। তাৎক্ষণিক ভাবে তন্ময়ের দুই চাচাতো ভাই কলেজ হোস্টেলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। 

এ ঘটনায় তন্ময়ের বাবা তালা থানায় সৈয়দ আকিবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। জেলা ছাত্রলীগ সৈয়দ আকিবকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ