চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৭: ১৭

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে নেশাজাতীয় ইনজেকশনের ৫০৬টি অ্যাম্পুল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) বেলাল উদ্দিন। তিনি বলেন, মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ওই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়ে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারীর নাম—ফাতেমা খাতুন (৩২)। তিনি সদর উপজেলার হাতিকাটা মোড়পাড়ার সুরুজ আলীর স্ত্রী। 

আদালতের নথি ও মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়পাড়ার ফাতেমা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বসতঘরে একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে, বাজারের ব্যাগে লুকিয়ে রাখা নেশা জাতীয় ইনজেকশনের ৫০৬টি অ্যাম্পুল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আবুল কালাম আজাদ একই বছরের ২২ জুন ফাতেমা খাতুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত